জাকারিয়া স্ট্রিটে রত্ন ব্যবসায়ী মহম্মদ সেলিমকে খুনের পিছনে একজন নয়, জড়িত একাধিক দুষ্কৃতী। নমুনা সংগ্রহের পর প্রাথমিক তদন্তে তেমনই মনে করছেন তদন্তকারীরা।
ব্যবসায়ী খুনে একাধিক আততায়ী?
- অ্যান্টি চেম্বারে মিলেছে ব্যবসায়ী ছাড়া আরও ৩জনের পায়ের ছাপ
- তাদের মধ্যে ধস্তাধস্তির চিহ্নও মিলেছে
- ব্যবসায়ীর মুখে টেপ আটকে শ্বাসরোধ করা হয়
advertisement
- মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে ধরা হয়
ঘটনার দিন আসানসোল থেকে কোনও এক ক্রেতাপিছর দোকানে আসার কথা ছিল। তাই বেশি রাত পর্যন্ত দোকানে থাকতে হবে বলে আগেই বাড়িতে জানান মহম্মদ সেলিম। ফলে খুনের ঘটনার পর থেকেই খোঁজ চলছিল আসানসোলের সেই ব্যবসায়ীর।
খুনের পিছনে কে?
- দোকানের ক্যাশমেমো থেকে কাস্টমার ডিটেলস নিয়েছেন তদন্তকারীরা
- বেশ কয়েকদিনের ডিটেলস নেওয়া হয়েছে
- কোনও ক্রেতা অগ্রিম টাকা দিলে তার উল্লেখও থাকার কথা
- কোথাও আসানসোল থেকে আসা ক্রেতার উল্লেখ নেই
দোকানের সমস্ত ক্রেতা, বিশেষ করে নতুনদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। প্রয়োজনে সি আর অ্যাভিনিউ সহ বেশ কয়েকটি বড় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে পারেন তদন্তকারীরা।