সূত্রের খবর, গত বৃহস্পতিবারই তাকে এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিআইডি তার কাছে জানতে চেয়েছে ইডি যখন তার বাড়িতে প্রথমবার অভিযানে গিয়েছিল, তখন কার নির্দেশে ইডির আধিকারিকদের উপরে হামলা চালানো হয়? সূত্রের খবর, সিআইডির সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান বলেছে, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই জানিয়েছি৷ এক কথা বারবার আপনাদের বলব না।’’
advertisement
আরও পড়ুন: বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী, আরামবাগে সভা! তার মধ্যেই মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা?
এরপরও, তাকে একাধিক প্রশ্ন করা হলেও, কার্যত কোনও উত্তরই দেননি শেখ শাহজাহান। এরপরেই, সিআইডি লকআপে পাঠিয়ে দেওয়া হয় তাকে৷ রাত্রে কিছু খায়নি শেখ শাহজাহান৷ পাশাপাশি ঘুমও হয়নি তার। তেমনটাই খবর সূত্রের৷
আজ, শুক্রবার ভোরে মেডিক্যাল পরীক্ষা করানো হয় শেখ শাহজাহানের। আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, সিআইডি সূত্রে খবর৷
শাহজাহান শেখ কোথায় ? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ? এই প্রশ্নই এতদিন ছিল সবার মুখে ৷ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ ও শাসকদলের ছত্রছায়াতেই কি রয়েছে শাহজাহান ?
গত রবিবার অবশ্য প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।” এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানান, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। অবশেষে পুলিশের জালে আসে ‘সন্দেশখালির বাঘ’ ৷ তারপরেই তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল৷
সৌরভ তিওয়ারি