এ'প্রসঙ্গে শিল্প মন্ত্রী শশী পাঁজা বলেন " মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাকে শিল্প দফতরের দায়িত্ব দেওয়ার জন্য। আগামী দিনে দেশের মধ্যে শিল্পকে এক নম্বরে নিয়ে যেতে বদ্ধপরিকর।" প্রসঙ্গত রাজ্যে একাধিক শিল্পতালুক করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি মুখ্য সচিব বৈঠক করে জাতীয় সড়কের ধারে শিল্প করিডর গড়ার কথা বলেছেন। ডানকুনি থেকে আসানসোল হয়ে মেদিনীপুর-ঝাড়গ্রাম পর্যন্ত এই শিল্প করিডর করার কথা উঠে এসেছে সম্প্রতি মুখ্য সচিবের এক উচ্চপর্যায়ের বৈঠকে। সূত্রের খবর, মন্ত্রী শশী পাঁজা কয়েকটি শিল্প তালুক এলাকায় সরেজমিনে পরিদর্শন ও করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই স্পষ্ট করে দিয়েছেন, এবার তাঁর নজরে শিল্পে বিনিয়োগ আনা। একাধিক প্রশাসনিক বৈঠক থেকে শিল্প বিনিয়োগ আনাই যে তাঁর অন্যতম লক্ষ্য, প্রশাসনিক আধিকারিকদের সামনে তা বারবার স্পষ্ট করেছেন। সম্প্রতি রাজ্যে হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মধ্যে দিয়ে। যদিও যে পরিমাণ বিনিয়োগ এসেছে, সেই বিনিয়োগগুলিকে যাতে সময়ের মধ্যে কার্যকরী করা হয়, সে বিষয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। শুধু তাই নয়, আগামিবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন কবে হবে, সে বিষয়ে ইতিমধ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
SOMRAJ BANDOPADHYAY
সোমরাজ বন্দ্যোপাধ্যায়