তিনি বলেন, ”দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। তার স্ত্রী ঠাকুর বাড়ির কাছে মাতৃ সেনা নামে প্রচুর টাকা দিয়ে জমি কিনেছে। ঠাকুর বাড়িতে বিল্ডিং তৈরি হচ্ছে। তাদের আত্মীয় স্বজনের নামে জমি সম্পত্তি কেনা হয়েছে। কল্যাণী এইমস- এ বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে আবেদন জানাব, এ বিষয়ে তদন্ত করা হোক।”
advertisement
আরও পড়ুন: প্রার্থী করেনি বিজেপি, তারপরই কোথায় গেলেন জন বার্লা! শুনলে তাজ্জব হয়ে যাবেন
যদিও মমতাবালার সংযোজন, ”রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের প্রতি আমার ভরসা আছে। রাজ্যে সর্বত্র ইডি-সিবিআই তদন্ত করছে, কিন্তু তারই মন্ত্রীর ক্ষেত্রে এরকম দুর্নীতি কেন, সে ক্ষেত্রে কেন ইডি সিবিআই তদন্ত হবে না।”
আরও পড়ুন: সভা করেছেন মোদি, সেই আরামবাগে বিজেপি প্রার্থী কে? যা ঘটল, রীতিমতো অবিশ্বাস্য
অন্যদিকে তিনি জানান, ”এর প্রতিবাদ আমরা বহুবার আগেও করেছি। আমার স্বামীর প্রতি বরাবর অত্যাচার করা হয়েছে ২০১৪ সালের পর থেকে। এর প্রতিবাদ আমি করে যাচ্ছি। অল ইন্ডিয়া মতুয়া সমাজের সংগঠনেও দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত শান্তনু ঠাকুর।”