বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ দখলে রেখেছে স্বাধীন ছাত্র সংগঠনটি৷ এবারেও সেই ধারাই বজায় রইল৷ বিজ্ঞান বিভাগে সিপি পদে ডাব্লিউটিআই পেয়েছে ১০১৩ ভোট, এসএফআই পেয়েছে ২১৬৷ জিএস আসনে ডাব্লিউটিআই পেয়েছে ১০০১ ভোট, এসএফআই পেয়েছে ২৩১ ভোট৷ এজিএস পদে ডাব্লিউটিআই পেয়েছে ৯০৬ ভোট, এসএফআই পেয়েছে ২০৬ ভোট৷ এজিএস (ইভিনিং) পদে ডাব্লিউটিআই পেয়েছে ১১২ ভোট, এসএফআই পেয়েছে ৩৬ ভোট৷
advertisement
অন্যদিকে, কলা বিভাগেও বিপুল ভোটে জয় পেয়েছে এসএফআই৷ এখানেও বাম শক্তির সরাসরি লড়াই ছিল অতিবাম সংগঠন ও জোটের বিরুদ্ধে৷ সেখানেও ক্ষমতা ধরে রাখল এসএফআই৷ হিসাবের মধ্যে এল না এবিভিপি বা টিএমসিপি৷ এসএফআইয়ের সমর্থক পড়ুয়ারা জানিয়েছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির অংশ হিসাবে এবিভিপি বা টিএমসিপিকে স্থান না দেওয়ার লড়াই যাদবপুর করেছে৷ এবং সেই লড়াইয়ে সফল হয়েছে, তা ভোটের ফলাফলেই স্পষ্ট৷