আরও পড়ুন: শেষ সময় দুপুর ৩টে, নাহলে...কোথায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী? চরম ক্ষুব্ধ হাই কোর্ট
আর এই বিষয়টাকে সামনে এনে 'সন্ধান চাই' প্রচার শুরু করে দিয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। সামাজিক মাধ্যমে মন্ত্রীর ছবি দিয়ে এই প্রচার লাগাতার চালানো হবে বলে সংগঠন সূত্রে খবর। এ ছাড়াও বুধবার পরেশ অধিকারীকে খুঁজে পাওয়ার জন্য শিয়ালদহ-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতীকী তল্লাশি চালায় এসএফআই কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন ও থানা ঘেরাও কর্মসূচি করা হবে৷ পরেশ অধিকারীর নামে মিসিং ডায়েরি করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এ ছাড়াও এ দিন নিজাম প্যালেসের সামনে সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে এসএফআই কমী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ আটক করে।
advertisement
এই বিষয়ে সৃজন ভট্টাচার্য বলেন, "শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দোষী তৃণমূলী নেতাদের গ্রেপ্তারের দাবিতে 'চোর ধরো জেলে ভরো' বলে মিছিল করতে গিয়েছিলাম আমরা। পুলিশ ভয়ানক মারধোর করে আটক করেছে। আমরা ছাড়ব না এ লড়াই। শিয়ালদহ স্টেশনে আর এক দফা প্রতিবাদ হবে। আগামিকাল রাজ্যজুড়ে ছাত্রযুব থানা ঘেরাও, বিক্ষোভ, মিসিং ডায়রি করা হবে।" এসএফআইয়ের কলকাতা জেলা সভাপতি দেবাঞ্জন দে বলেন, "কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আমরা খুঁজে বের করবোই। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে কেউ ছাড় পাবে না। মানুষের আদালতে বিচার হবেই।"
UJJAL ROY