TRENDING:

SFI: মিলেছে অক্সিজেন.. লোকসভা নির্বাচনের আগে তাই আবারও হাতিয়ার সেই ‘ইনসাফ যাত্রা’! ১৯ ফেব্রুয়ারি থেকে কোমর বেঁধে শুরু নতুন কর্মসূচি

Last Updated:

আনিস খানের বাড়িতে গণসংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও যেতে থাকে নিয়মিত। আনিস খানের পরিবারের সঙ্গে শুধু যোগাযোগ রাখা নয় তার পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেতে থাকে নিয়মিত। এমনকি সিপিএমের যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশেও আনিস খানের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়েছিল সংগঠনের তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যজুড়ে ইনসাফ যাত্রা করার পর ব্রিগেডের ময়দানে সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা বেশ উৎসাহ পেয়েছিল বলে রাজ্য কমিটির বৈঠকে জানিয়েছেন জেলার নেতৃত্ব। ব্রিগেডের পরেও লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত দলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। যুবসংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলিকে রাস্তায় নামাতে চাইছে সিপিএম। তারই অংশ হিসেবে দলের ছাত্র সংগঠনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
advertisement

১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ইনসাফ কর্মসূচি করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আনিস খানের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই কর্মসূচি করা হবে। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই৷ আর এর ফলেই বেশ কিছুটা চাঙ্গা হয়েছিল দলের সংগঠনগুলো। নতুন নতুন কর্মসূচি নিয়ে সামনে আসতে দেখা গিয়েছিল বাকি সংগঠনগুলিকেও।

advertisement

আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, কোথায় সাংসদ নুসরত জাহান? ‘খোঁজ’ দিলেন দিলীপ ঘোষ

আনিস খানের বাড়িতে গণসংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও যেতে থাকে নিয়মিত। আনিস খানের পরিবারের সঙ্গে শুধু যোগাযোগ রাখা নয় তার পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেতে থাকে নিয়মিত। এমনকি সিপিএমের যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশেও আনিস খানের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়েছিল সংগঠনের তরফে।

advertisement

আর কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন তার আগে ঘর গোছানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রত্যেক দলই। সিপিএমের তরফেও জোরদার প্রস্তুতি চালানো হচ্ছে। একদিকে বুথ কমিটি, প্রার্থী প্রস্তুত করা সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করা একই সঙ্গে সংগঠনের বুনোট আরও শক্ত করে বাঁধতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। তারই অংশ হিসেবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফে।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত…চরম দুর্যোগ টানা ৩দিন! সরস্বতী পুজোয় কোথায় জেলায় বৃষ্টি, কোথায় রোদ? কেমন থাকবে কলকাতার ওয়েদার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশেষ করে জাতীয় এবং রাজ্যের প্রধান বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা নিয়েও রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইনসাফ যাত্রার অংশ হিসেবে কর্মসূচিও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএফআইয়ের এই কর্মসূচি তারই অংশ হিসেবে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সদস্যরা। এ ছাড়াও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করা সহ আরো বেশকিছু দাবি নিয়েও আন্দোলন করা হবে বলে সংগঠন সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI: মিলেছে অক্সিজেন.. লোকসভা নির্বাচনের আগে তাই আবারও হাতিয়ার সেই ‘ইনসাফ যাত্রা’! ১৯ ফেব্রুয়ারি থেকে কোমর বেঁধে শুরু নতুন কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল