TRENDING:

লালে লাল প্রেসিডেন্সি, ৯ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতায় ছাত্র সংসদ জিতল SFI

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় আড়াই বছর পরে রাজ্যে ছাত্রভোট। সেই ভোটে জয়জয়কার এসএফআইয়ের। লালে লাল প্রেসিডেন্সির ক্যাম্পাস । প্রেসিডেন্সির ছাত্র নির্বাচন ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছিল    তুঙ্গে ৷ ৯ বছর পর প্রেসিডেন্সির ছাত্র সংসদ দখল করল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ তবে এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালালেও শেষ ল্যাপে স্বাধীনচেতা ছাত্রদের সংগঠন আইসি-এর হার ৷ সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং গার্লস কমনরুম সেক্রেটারি - সব পদেই জয়ী এসএফআইয়ের প্রার্থীরা। সিআর পদেও সবচেয়ে বেশি আসন এসএফআইয়ের। উল্লেখ্য, ৩০ বছর পরে গার্লস কমনরুম সম্পাদক পদেও জয়ী এসএফআই ৷
advertisement

ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)-এর আসন ১১৬টি। কিন্তু সেখানেই ২৯ জনের বিরুদ্ধে কেউ লড়েনি। বাকি সিআর আসন এবং পাঁচটি বিশেষ পদের জন্য এদিন ভোট নেওয়া হয় ৷সিআর পদেও এক নম্বরে এসএফআই। তাদের দখলে ৫৭টি আসন। পাঁচটি আসনে জয়ী তৃণমূলপন্থীরা। প্রেসিডেন্ট পদে ৪৫১টি, ভাইস প্রেসিডেন্ট পদে ৩২০টি ভোটের ব্যবধানে এবং জেনারেল সেক্রেটারি পদে ২৪৯ ও এজিএস পদে ২৮২ ভোটের ব্যবধানে জয়ী এসএফআই ৷ এই বিপুল জয়ে ট্যুইট করে প্রেসিডেন্সির এসএফআই সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷২০১০ সালে প্রেসিডেন্সিতে শেষবার ক্ষমতায় ছিল এসএফআই। তারপর থেকে টানা তিনবার আইসির দখলেই ছিল প্রেসিডেন্সির ছাত্র সংসদ। যা এবার  ছিনিয়ে নিল SFI।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
লালে লাল প্রেসিডেন্সি, ৯ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতায় ছাত্র সংসদ জিতল SFI