কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়েছিল যে টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারীতে একটি স্পা–এর আড়ালে মধুচক্র চালানো হচ্ছে। সেই মতো শনিবার রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। তার মধ্যে ছিল এই স্পা–টিও। এখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রয়েছেন সেই স্পা–এর মালিক ও কর্মীরা। এছাড়া, টলিউডের অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ সৌগত এখানে ক্রেতা হিসাবে এসেছিলেন। এখান থেকে ১১ জনকে গ্রেফতার করে আলিপুর কোর্টে পেশ করা হয়। এছাড়া, তালতলা থানা এলাকার একটি স্পা থেকেও পাঁচজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ১৬ জনকে এই মধুচক্র অভিযানে গ্রেফতার করা হয়েছে।
advertisement
কলকাতার নাইট লাইফ এখন আগের থেকে অনেক বদলে গিয়েছে। এখন চোখ ঘোরালেই উত্তর থেকে দক্ষিণ, নজরে পড়ে পাব, বার, স্পা, বিলাসবহুল জীবনের নানা দিক। আর নতুন প্রজন্ম একে একে সেই জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়েও নিয়েছে। সেই গ্ল্যামার জগতের সঙ্গে কোথাও যেন একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে নিষিদ্ধ দুনিয়ারও। তারই উদাহরণ যেন এই স্পা–এর আড়ালে মধুচক্রের সন্ধান। যদিও কতদিন ধরে এখানে এই বেআইনি ব্যবসা চলছে, তা স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ। নেপথ্যে কাদের হাত রয়েছে, সেটা জানতেও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এই ধরপাকড়ের বিষয়টি বেআইনি মধুচক্র রোখার কাজে যে একটি বড় সাফল্য, সেটা মনে করছেন অনেকেই।