রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে একাধিক নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হচ্ছে। পুরনো কেন্দ্রগুলিকেও সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, ‘সাগরদিঘি ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য ২৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উপরেও জোর দিচ্ছে। ইতিমধ্যেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও গোয়ালতোড়-সহ বেশ কিছু জায়গায় মোট ১৯০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে।’
advertisement
বিধানসভায় রাজ্যে গত ৫ বছরে কতগুলি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং আগামিদিনে রাজ্যের কোথায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তা জানানো হয়েছে। রাজ্যে বিগত কয়েক বছরে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট চালু হয়েছে। এছাড়া সাগর থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার জেনারেশন ইউনিটের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে রাজ্য। গত ৫ বছরে ডব্লিউবিএসইডিসিএল ও ডাবলুবিপিডিসিএল-এর অধীনস্থ যে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে সেগুলি হল, ঝাড়গ্রামের সাঁকরাইল, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং রানীগঞ্জ, বীরভূমের-১ এবং ২, বাঁকুড়ার মেজিয়া, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, মুর্শিদাবাদের সাগরদিঘি। এছাড়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আধুনিকীকরণ করা হয়েছে সেগুলি হল- ব্যান্ডেল (খরচ ৬৫০ কোটি টাকা), সাগরদিঘী (খরচ ১৬১০ কোটি টাকা), কোলাঘাট তাপবিৎ কেন্দ্র (খরচ ৯০ কোটি টাকা)।
আরও পড়ুন: জন্ম কলকাতায়, সোনালি দিন ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বাজি এক বাঙালি! কে এই জয় ভট্টাচার্য?
অন্যদিকে রাজ্যে বিদ্যুতের দাম নিয়ে বারবার খোঁচা দিয়েছে বিরোধীরা। যদিও বিদ্যুৎ মন্ত্রী বিধানসভায় পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, দেশের মধ্যে বাংলায় বিদ্যুতের প্রতি ইউনিটের দাম কম। বিজেপি ও কংগ্রেসশাসিত রাজ্যগুলিতেই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম বেশি। প্রতি ইউনিট রাজ্য অনুযায়ী হারের তালিকায় বাংলা ১৭ নম্বরে। প্রথম স্থানে কর্ণাটক, দ্বিতীয় স্থানে অসম, তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে মহারাষ্ট্র। কর্নাটকে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৯.৮৩ টাকা, অসমে ৯.৫৫, বিহারে ৯.১৩, মহারাষ্ট্রে ৮.৯১ টাকা। সেখানে বাংলায় বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৭.১২ টাকা। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজধানী উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের মতো বিজেপিশাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম কম।