গত শনিবার গভীর রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের বাসিন্দা এক যুবক৷ পরের দিন সকাল আটটা নাগাদ তাকে চিহ্নিত করেন নিরাপত্তারক্ষীরা৷ এর পরেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা৷
আরও পড়ুন: নবান্নের নতুন নিয়ম, মোবাইল ব্যবহারে 'না'! নজরদারিতে জোর দিতে বড় পদক্ষেপ
advertisement
নবান্ন সূত্রে খবর, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷ এতদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে কংক্রিটের দেওয়াল ছিল। কংক্রিটের দেয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর। এই অ্যালমুনিয়াম শিটের প্রাচীর টপকে সহজে কেউ উঠতে পারবে না৷
এ ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরাদারি চালাতে পাশাপাশি দু'টি ওয়াচ টাওয়ার বসানো হবে। একটি ওয়াচ টাওয়ার বসানো হবে আলিপুর জেল সংলগ্ন এলাকায়৷ অন্যটি থাকবে আদি গঙ্গা লাগোয়া বলরাম ঘাটের দিকে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে৷ শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, গত শনিবারের ঘটনার পর নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরালো করা হয়েছে৷