মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ইতিমধ্যেই। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের সিপি ও ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায় ছিলেন। কারা কারা ওই দিন দায়িত্বে ছিলেন, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে গেলেন একজন অপরিচিত ব্যক্তি, আর কী উপায়ে নিরাপত্তা বাড়ানো যেতে পারে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। নবান্নে এ বিষয়ে বৈঠক চলছে বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, শনিবার রাতে সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। রবিবার সকালে ওই ব্যক্তির উপস্থিতি বুঝতে পারেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট (Kalighat) থানার পুলিশের হাতে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপ আরও জোরদার করতে পদক্ষেপ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে পুলিশ (Kolkata Police) ও তদন্তকারী সমস্ত সংস্থা।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং তার আশেপাশের এলাকা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে। সেখানে নজরদারি এড়িয়ে ওই ব্যক্তি কী ভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে রীতিমতো। সূত্রের খবর, শনিবার গভীর রাতে গার্ডরেল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তা কেউ টেরই পাননি। রবিবার সকালে তাঁকে দেখতে পান মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। এর পর ওই ব্যক্তিকে ধরে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়।