দু হাজার ষোলের তেরোই জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন এভাবেই ঝড়ের গতিতে ঢুকে পড়ে একটি সাদা এসইউভি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা কর্মী অভিমণ্যু গৌড়ের। গতবারের সেই স্মৃতি যাতে ফিরে না আসে, তাই এবছর কুচকাওয়াজের মহড়া ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন রেড রোডে।
২০১৬-র দুর্ঘটনার ফুটেজ মিলেছিল সিসিটিভি-তে। এবার বাড়তি নজরদারী হিসেবে কুচকাওয়াজের ভিডিও তুলে রাখছে পুলিশ।
advertisement
রেড রোডে কুচকাওয়াজের সময় একটি অডি গাড়ির ধাক্কায় মারা যান এয়ারফোর্স অফিসার অভিমন্যু গৌড় ৷ সিসিটিভি ফুটেজে প্রথমেই উঠে এসেছিল সাম্বিয়ার ছবি ৷ এরপর রেড রোড হিট অ্যান্ড রান মামলায় অন্যতম অভিযুক্ত সাম্বিয়া সোহরাব পালিয়ে যায় রাঁচিতে ৷ রাঁচি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে আস্তানা গেড়েছিল সাম্বিয়া ৷ পরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে সাম্বিয়াকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ ৷