TRENDING:

সেক্টর ফাইভের নাইট ক্লাবে মারামারি, গুরুতর জখম ১

Last Updated:

ফের শহরের পানশালায় মারামারি ৷ শনিবার সেক্টর ফাইভের এক পানশালায় ভোর চারটে নাগাদ হঠাৎই শুরু হয় মারামারি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের শহরের পানশালায় মারামারি ৷ শনিবার সেক্টর ফাইভের এক পানশালায় ভোর চারটে নাগাদ হঠাৎই শুরু হয় মারামারি ৷ মদ্যপানের পানের পর দু’পক্ষের মধ্যে শুরু হয় মারামারি ৷ এই মারামারিতে জখম হয়েছেন ১ জন ৷ চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের ৷
advertisement

পুলিশের হাতে এসেছে নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ ৷ সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এক তরুণীকে নিয়ে পুরনো শত্রুতা মাথাচাড়া দিতেই গন্ডগোলের সূত্রপাত ৷ শনিবার রাতে সল্টলেকের ওই পানশালায় যায় পার্ক সার্কাসের হায়দার ও নাদিম গোষ্ঠীর দলবল ৷ নাদিমের সঙ্গী মাজিদকে মারধরের পরিকল্পনা ছিল হায়দারদের ৷ ভোর সাড়ে চারটে নাগাদ হায়দার ও নাদিম গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় ৷ রেস্তোরাঁর ভিতর ভাঙচুর চালায় মত্ত যুবকেরা ৷ বাউন্সাররা তাদের বের করে দিলে নাইটক্লাবের বাইরে ফের শুরু হয় গন্ডগোল ৷  আপাতত, বেনিয়মের কারণে পানশালাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷ নাইটক্লাব নিয়ম না মেনে রাতভোর খোলা ছিল ৷ আপাতত নাইটক্লাবকে সিল করা হয়েছে ৷ নাইটক্লাবের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সেক্টর ফাইভের নাইট ক্লাবে মারামারি, গুরুতর জখম ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল