মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের পরই শহরজুড়ে সব-উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী, এবার কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল, শিয়ালদহের বিদ্যাপতী সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে কেএমডিএ।
- স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলের একাংশ
- ১৫ অগাস্ট সন্ধে থেকে ১৮ অগাস্ট সন্ধে পর্যন্ত বন্ধ থাকবে
- এই ৭২ ঘণ্টা উড়ালপুলে ট্রাম চলাচল বন্ধ রাখা হবে
advertisement
- তবে বেলাঘাটা মেন রোড থেকে উড়ালপুল ধরে মৌলালির দিকে যাওয়া যাবে
- মৌলালির দিক থেকেও উড়ালপুল ধরে বেলেঘাটা মেন রোড যাওয়া যাবে
- এপিসি রোড থেকে উড়ালপুল ধরে এমজি রোডের দিকে চালু থাকবে যান চলাচল
এই চত্বরেই শহরের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। রয়েছে এনআরএস হাসপাতাল ও বেশ কয়েকটি স্কুল-কলেজ। তাই উড়ালপুলের বাকি অংশ বন্ধ থাকায় ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্য পরীক্ষার বাহাত্তর ঘণ্টা যান চলাচলের বিকল্প পথের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
- উত্তর থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার গাড়ি এপিসি রোড থেকে উড়ালপুল ধরে এমজি রোডে নামবে। সেখান থেকে আমহার্স্ট স্ট্রিট-ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়-বিবি গাঙ্গুলি স্ট্রিট-কোলে মার্কেট হয়ে উড়ালপুলের নীচ দিয়ে যাবে
- অথবা রাজাবাজার থেকে নারকেলডাঙা মেন রোড-ক্যানাল ইস্ট রোড-বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশন বা এনআরএসে যাবে
- উত্তর থেকে দক্ষিণ যাওয়া গাড়ি মানিকতলা মোড় থেকে ডান দিকে বিবেকানন্দ রোডে উঠবে। সেখান থেকে বাঁ দিকে আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট-লেনিন সরণি হয়ে যাবে
- অথবা উড়ালপুল থেকে ডান দিকে এমজি রোড-আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে একই পথে যাওয়া যাবে
- দক্ষিণ থেকে উত্তরে যাওয়া গাড়ি মৌলালি-এসএন ব্যানার্জি রোড-ডোরিনা ক্রসিং-কলুটোলা স্ট্রিট হয়ে বিবেকানন্দ রোডে উঠবে। সেখান থেকে মানিকতলা মোড় হয়ে উত্তর দিকে যাবে
শিয়ালদহ উড়ালপুলের একাংশ বন্ধ থাকলেও যান চলাচলের বিশেষ সমস্যা হবে না বলেই আশ্বাস কলকাতা পুলিশের।