TRENDING:

Sealdah Train Cancelled: চরম হয়রানি আজও, শিয়ালদহ থেকে বাতিল ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন, ভরসা বিশেষ বাস পরিষেবা

Last Updated:

Sealdah Train Cancelled: শিয়ালদহ স্টেশনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা৷ সমস্যা মেটাতে বাস চালানোর আবেদন করেছিল রাজ্য সরকার৷ সেই ডাকে সাড়া দিয়ে বিশেষ বাস চালানো শুরু করল রাজ্য সরকার।কোথা থেকে মিলবে বাস, একনজরে দেখে নিন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিয়ালদহ স্টেশনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷ যার জেরে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা৷ সমস্যা মেটাতে বাস চালানোর আবেদন করেছিল রাজ্য সরকার৷ সেই ডাকে সাড়া দিয়ে বিশেষ বাস চালানো শুরু করল রাজ্য সরকার।
চরম হয়রানি আজও, শিয়ালদহ থেকে বাতিল ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন, ভরসা বিশেষ বাস পরিষেবা
চরম হয়রানি আজও, শিয়ালদহ থেকে বাতিল ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন, ভরসা বিশেষ বাস পরিষেবা
advertisement

ডিআরএম শিয়ালদহের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল ৬টা থেকে ব্যারাকপুর থেকে ডানলপ এবং ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দু’টি রুটে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে। ব্যারাকপুর থেকে টিটাগড়, খড়দহ, পানিহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। অন্য দিকে, দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস আসবে। দু’টি বাসেই ভাড়া পড়বে ১০ টাকা করে।শিয়ালদহে এই কাজের জন্য প্রায় ৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল।

advertisement

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সেগুলির মধ্যে শিয়ালদহ থেকে ব্যারাকপুর, ডানকুনি এবং নৈহাটিগামী ট্রেনের সংখ্যা সব চেয়ে বেশি। এ ছাড়া, রানাঘাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর, গোবরডাঙা থেকে চলে— এমন বেশ কিছু লোকাল বাতিল করা হচ্ছে। বাতিল থাকছে শিয়ালদহ থেকে সিউড়ি এবং জঙ্গিপুর রুটের দু’টি মেমু এক্সপ্রেসও।এরই সঙ্গে শিয়ালদহ থেকে চলা অজমের এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, বালুরঘাট এবং আসানসোল এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চালানো হবে।শিয়ালদহ স্টেশনের উত্তর এবং মেন শাখায় যে সব লোকাল ট্রেন চলে, সেগুলির ছাড়ার ব্যবধান সারা দিনে ওঠানামা করবে।

advertisement

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন চালাতে শুরু করব খুব তাড়াতাড়ি। ৬ তারিখ মধ্যরাত থেকে ৯ তারিখ দুপুর ২টো পর্যন্ত অফিস টাইম বাদ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। কিছু ট্রেনকে শিয়ালদায় নিতে পারছি না। এই সময়ে কিছু ট্রেন বারাসাত, দমদম, দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। ৪০০-র উপর বেশি কর্মী এই কাজ করবে। জুন মাসের শুরুতে বা জুলাই মাসে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Train Cancelled: চরম হয়রানি আজও, শিয়ালদহ থেকে বাতিল ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন, ভরসা বিশেষ বাস পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল