শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এপি দ্বিবেদী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা অনুযায়ী পূর্ব রেলের ২৮টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনগুলিতে।” রেলের ‘অমৃত ভারত’ প্রকল্পের কল্যাণে অমৃতের ছোঁয়া পাবে শিয়ালদহও। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে। এই কাজের জন্য মোট বরাদ্দ ২৭ কোটি টাকা।
advertisement
শিয়ালদহ স্টেশনে ভিড়ের কারণে ব্যস্ত সময়ে নানা রকম সমস্যা তৈরি হয় বলে যাত্রীদের অনেক দিনের অভিযোগ। সেই সমস্যারও পাকাপাকি সমাধান চায় রেল। শিয়ালদহের ভিড়কে সামাল দিতে প্রয়োজনে সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডকে সরানো যায় কি না, তা-ও বিবেচনা করে দেখছে রেল। প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫০ হাজার যাত্রীর চাপ নিতে হতে পারে ১৬১ বছর বয়সের শিয়ালদহ স্টেশনকে। সেটা মাথায় রেখেই দ্রুত শিয়ালদহ স্টেশন চত্বরের পরিকাঠামো ঢেলে সাজাতে চায় রেল।
আরও পড়ুন: রবিবারের পর বদলাবে আবহাওয়া, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রায় হেরফের!
মেট্রোর হাত ধরে এমনিতেই শিয়ালদহ স্টেশনের লুক বদল হয়েছে। এবার পুরো স্টেশনকেই বদলে ফেলা হবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, শিয়ালদহ স্টেশন হবে বিমানবন্দরের মতোই। বিমানবন্দরের ধাঁচে দেশের একাধিক স্টেশনকে বদলে ফেলার প্রকল্প নিয়েছিল রেল। দেশের একাধিক রেল স্টেশনে কাজ শুরু হয়ে গিয়েছিল। তবে রাজনৈতিক মহলের মতে রেলের মাধ্যমে লোকসভা ভোটের আগে দেশের মানুষের কাছে বার্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে রেল মন্ত্রকের আধিকারিকদের দাবি, এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই৷ রেলের মেকওভার অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার অমৃত ভারত প্রকল্পে তা আরও কয়েক ধাপ এগিয়ে গেল।