TRENDING:

Sealdah Station: পাকিস্তানকে বিশ্বাস নেই, শিয়ালদহ স্টেশনের যাত্রীদের জন্য বড় সতর্কতা! দায়িত্ব থাকছে আপনারও

Last Updated:

Sealdah Station: শিয়ালদহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্টসহ সমস্ত স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিয়ালদহ: শিয়ালদহ বিভাগে নিরাপত্তা ব্যবস্থায় দৃঢ় জোড়। পূর্ব রেলের নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রতি সজাগ থেকে শিয়ালদহ বিভাগ তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-কে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং গোটা বিভাগের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে কার্যকর করা হয়েছে।
কী হল শিয়ালদহে?
কী হল শিয়ালদহে?
advertisement

শিয়ালদহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্টসহ সমস্ত স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। Dog স্কোয়াড নিয়মিতভাবে স্টেশন ও ট্রেন তল্লাশিতে নিযুক্ত থাকছে, যাতে সম্ভাব্য বিপদের আগাম শনাক্তকরণ সম্ভব হয়। রেলওয়ে স্টেশন এবং লেভেল ক্রসিং (LC) গেটগুলোতে RPF ও RPSF বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। রেললাইনের পাশাপাশি স্টেশন এলাকায় নিয়মিত টহলদারি চালানো হচ্ছে। যাত্রীদের মালপত্র স্ক্যানার ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ট্রাম্পই ট্রাম্পকার্ড! আমেরিকা থেকে ফোন এল ভারত-পাকিস্তানে! কাকে কাজে লাগালেন ট্রাম্প? চমকে উঠবেন শুনে!

অতিরিক্ত ভিড়যুক্ত স্থান যেমন PRS কাউন্টার, ক্লক রুম, ওয়েটিং হল, টয়লেট এবং কনকোর্স এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। RPF কর্মীরা দিন-রাত সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম ও ট্র্যাক এলাকায় টহল দিচ্ছেন।

শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ম্যানেজার (DRM) শ্রী রাজীব সাক্সেনা জানিয়েছেন, “RPF সিয়ালদহ যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবহুল এলাকায় নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিয়ালদহ বিভাগ সকল যাত্রীর জন্য একটি সুরক্ষিত ও নির্ভরযোগ্য যাত্রার অভিজ্ঞতা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নজরদারি সম্ভাব্য হুমকি প্রতিরোধ ও যাত্রীদের আস্থার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Station: পাকিস্তানকে বিশ্বাস নেই, শিয়ালদহ স্টেশনের যাত্রীদের জন্য বড় সতর্কতা! দায়িত্ব থাকছে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল