TRENDING:

Sealdah Rajdhani: ট্রেন যখন ‘মিউজিয়াম’ ! শিয়ালদহ রাজধানীর নয়া রূপ

Last Updated:

রাজধানীর ফার্স্ট এসি কোচকে রূপান্তরিত করা হয়েছে এক চলমান জাদুঘরে, যার নাম দেওয়া হয়েছে ‘টেল অফ টু ক্যাপিটালস’ (Tale of Two Capitals)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: দুটি রাজধানীর গল্প: শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি কোচ এবার চলমান জাদুঘর। শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের ২৫ গৌরবময় বছরের পূর্তিতে, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের ক্যারেজ ও ওয়াগন (C&W) বিভাগের এক অভিনব উদ্যোগ সকল যাত্রীর জন্য উপহারস্বরূপ আনা হয়েছে। রোহিত রঞ্জনের নেতৃত্বে এবং শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনার দিশা নির্দেশে রাজধানীর ফার্স্ট এসি কোচকে রূপান্তরিত করা হয়েছে এক চলমান জাদুঘরে, যার নাম দেওয়া হয়েছে ‘‘টেল অফ টু ক্যাপিটালস” (Tale of Two Capitals)। এই ‘মিউজিয়াম অন হুইলস’ যাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করছে, যেখানে তারা কলকাতা ও দিল্লি—ভারতের দুটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক রাজধানী—এর মধ্যেকার বন্ধনের গল্প জানতে পারবেন। ফার্স্ট এসি কোচটির অভ্যন্তরীণ অংশ শোভিত হয়েছে চমৎকার অঙ্কন ও অলংকরণে, যা দুই মহানগরীর ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক নিপুণ চিত্র তুলে ধরছে।
News18
News18
advertisement

আরও পড়ুন– রাত ১২টায় দুবাইয়ে জন্মদিন সেলিব্রেশন সৌরভের, কেক কেটে খাইয়ে দিলেন স্ত্রী ডোনাকে

যাত্রীরা যখন তাঁদের আসনে বসে সফর শুরু করবেন, তখনই এক বৌদ্ধিক ও চিত্রভিত্তিক যাত্রায় প্রবেশ করবেন। সেখানে তুলে ধরা হয়েছে প্রাচীন ঋষি-মুনিদের জ্ঞানচর্চা, কলকাতা ও দিল্লির গঠনের প্রেক্ষাপট, এবং সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সংগ্রামী জীবনের গল্প। থাকছে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মত মনীষীদের অবদানও। শিল্পকর্মগুলিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে দুর্গাপুজো দুই শহরের প্রাণ হয়ে উঠেছে, কিংবা কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা গভর্নমেন্ট হাউজের মত স্থাপনাগুলি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে। এই শিল্পসৃষ্টি শুধুমাত্র ইতিহাস বলছে না, বরং দুই শহরের অন্তর্নিহিত বন্ধনকে গল্পের সুরে গেঁথে দিচ্ছে।

advertisement

আরও পড়ুন– সকাল থেকেই তুমুল বৃষ্টি ! গাঙ্গেয় বঙ্গের উপরে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডিআরএম শিয়ালদহ, রাজীব সাক্সেনা বলেন, “এই ‘মিউজিয়াম অন হুইলস’ শুধুমাত্র চোখের আরাম নয়, এটি এক চলমান ঐতিহ্যের দলিল, যা শিয়ালদহ রাজধানীর ২৫ বছরের অসামান্য যাত্রাকে শ্রদ্ধা জানায়।” এই অভিনব প্রকল্প যাত্রীদের জন্য শুধুমাত্র এক ভ্রমণ নয়, বরং এক চিরস্মরণীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা – যেখানে গন্তব্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাত্রাপথ নিজেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Rajdhani: ট্রেন যখন ‘মিউজিয়াম’ ! শিয়ালদহ রাজধানীর নয়া রূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল