আরও পড়ুন– রাত ১২টায় দুবাইয়ে জন্মদিন সেলিব্রেশন সৌরভের, কেক কেটে খাইয়ে দিলেন স্ত্রী ডোনাকে
যাত্রীরা যখন তাঁদের আসনে বসে সফর শুরু করবেন, তখনই এক বৌদ্ধিক ও চিত্রভিত্তিক যাত্রায় প্রবেশ করবেন। সেখানে তুলে ধরা হয়েছে প্রাচীন ঋষি-মুনিদের জ্ঞানচর্চা, কলকাতা ও দিল্লির গঠনের প্রেক্ষাপট, এবং সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সংগ্রামী জীবনের গল্প। থাকছে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মত মনীষীদের অবদানও। শিল্পকর্মগুলিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে দুর্গাপুজো দুই শহরের প্রাণ হয়ে উঠেছে, কিংবা কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা গভর্নমেন্ট হাউজের মত স্থাপনাগুলি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে। এই শিল্পসৃষ্টি শুধুমাত্র ইতিহাস বলছে না, বরং দুই শহরের অন্তর্নিহিত বন্ধনকে গল্পের সুরে গেঁথে দিচ্ছে।
advertisement
ডিআরএম শিয়ালদহ, রাজীব সাক্সেনা বলেন, “এই ‘মিউজিয়াম অন হুইলস’ শুধুমাত্র চোখের আরাম নয়, এটি এক চলমান ঐতিহ্যের দলিল, যা শিয়ালদহ রাজধানীর ২৫ বছরের অসামান্য যাত্রাকে শ্রদ্ধা জানায়।” এই অভিনব প্রকল্প যাত্রীদের জন্য শুধুমাত্র এক ভ্রমণ নয়, বরং এক চিরস্মরণীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা – যেখানে গন্তব্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাত্রাপথ নিজেই।