গত তিন দিন ধরে ঘন কুয়াশার জন্য লেট করছে। তাই রাজধানী এক্সপ্রেস রোজই লেট করছে। ঘন কুয়াশার জন্যে ট্রেনটি প্রায় ১১ ঘণ্টা পরে ছেড়েছে দিল্লি থেকে। এছাড়াও মুঘলসরাই এবং এলাহাবাদের মাঝে রেলের কাজ চলছে, তাই আরও দেরি হয়েছে। খাবার জল প্যাসেঞ্জাররা পাচ্ছেন কিন্তু খাবার হিসেবে শুধুই খিচুড়ি দেওয়া হয় বলে অভিযোগ। শিশুদের দুধের জন্য জল গরম বা অন্যান্য কিছু রেলের তরফে দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: সামনেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, বিপুল চমক এবার! বাংলার ভাগ্যে কী?
এদিকে, একেই দেরি, তার মধ্যে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। হাইড্রো-ক্রেনের সঙ্গে ধাক্কা লাগল চলন্ত রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের। শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মির্জাপুরে। ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে যায়। তবে প্যান্ট্রোগ্রাফ ভেঙে ট্রেনটি থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: সেলিমকে চিঠি অধীরের, বাংলায় ফের জোট-জল্পনা! মুখ খুললেন শুভেন্দুও
রেল সূত্রে খবর, মির্জাপুরে ঝিঙ্গুরা এলাকায় রেললাইনের উপর বিদ্যুতের খুঁটি উপড়ানোর কাজ চলছিল। ফলে একটি হাইড্রো ক্রেন ওই রেল লাইনেই রাখা ছিল। বিকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক। ফলে রাজধানী এক্সপ্রেস যখন ঝিঙ্গুরা এলাকায় ঢুকছিল, চালক ওই হাইড্রো ক্রেনটি দেখতে পাননি। ফলে হাইড্রো ক্রেনের মেটাল হ্যান্ডেলের সঙ্গে রাজধানীর ইঞ্জিনের সামনের অংশের ধাক্কা লাগে। ঘটনার জেরে ইঞ্জিনের প্যান্টোগ্রাফটিও ভেঙে যায়। ফলে মাঝপথে থমকে পড়ে ট্রেনটি। তারপর রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে প্যান্টোগ্রাফ মেরামত করে ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠান।