শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জানাচ্ছেন, রেকর্ড অনুযায়ী, উপনগরীয় ট্রেনের যাত্রীদের মধ্যে ২৫ শতাংশেরও বেশি মহিলা যাত্রী। মহিলা যাত্রীদের পক্ষ থেকে বিদ্যমান ২টি কোচের সংখ্যা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে দাবি জানানো হচ্ছিল। ২৫% মহিলার আনুপাতিক হারে ১২ কোচবিশিষ্ট একটি EMU-তে ৩টি মহিলা কোচ প্রয়োজন। সেই অনুযায়ী, ট্রেনের উভয় প্রান্ত থেকে তৃতীয় কোচের অর্ধেক অংশ সাধারণ কোচ থেকে রূপান্তর করে মহিলা কোচ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে, আগে যেখানে ২টি মহিলা কোচ ছিল, এখন ১টি কোচ বৃদ্ধি পেয়ে মোট ৩টি মহিলা কোচ হয়েছে।
advertisement
গত বছর শিয়ালদহ বিভাগ সমস্ত উপনগরীয় ট্রেনের গঠন ৯ কোচ থেকে ১২ কোচে উন্নীত করেছে, যার ফলে সাধারণ যাত্রীদের জন্যও যাত্রা সুবিধা বেড়েছে।.বর্তমানে প্রতিদিন প্রায় ৯০০টি ১২-কোচবিশিষ্ট EMU পরিষেবা চালানো হচ্ছে। রূপান্তরের পর ৩টি কোচ মহিলাদের জন্য নির্ধারিত হয়েছে এবং বাকি ৯টি সাধারণ যাত্রীদের জন্য। পূর্বে এই সংখ্যা ছিল ২টি মহিলা এবং ৭টি সাধারণ কোচ।
পর্যবেক্ষণে দেখা গেছে, পূর্বে ট্রেনের উভয় প্রান্তে শুধুমাত্র ১টি করে মহিলা কোচ থাকার ফলে মহিলা যাত্রীদের উঠা-নামায় বেশি সময় লাগত, যা তাঁদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করত এবং সেই সঙ্গে ট্রেন চলাচলের গতি ও সময়ানুবর্তিতাকে প্রভাবিত করত।ডিআরএম শিয়ালদহ দীপক নিগম জানিয়েছেন, মহিলা যাত্রীদের সুরক্ষা ও যথাযথ ভাবে যাতায়াত তারা যাতে করতে পারেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।