যদিও দেড় মাস পেরিয়ে গেলেও উদ্বোধন হয়নি। প্রথমে ঠিক হয়েছিল ১১ এপ্রিল উদ্বোধন হবে, কিন্তু তা হয়নি। পরে একের পর এক দিন পিছোতে থাকে। ফলে কবে উদ্বোধন হবে, তা নিয়ে তৈরি হয় জটিলতা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী চলতি মাসেই উদ্বোধন হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন।
আরও পড়ুন: পায়ে হেঁটে লাদাখ ভ্রমণে যেতে চান আপনিও? অভিজ্ঞতা জানালেন সিঙ্গুরের মিলন মাঝি
advertisement
কে করবেন উদ্বোধন শিয়ালদহ মেট্রো স্টেশন। রেল সূত্রে খবর ছিল, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশন উদ্বোধন করুন প্রধানমন্ত্রী এই আবেদন রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল৷ তবে তারপরের পদক্ষেপ এখনও অজানা।
অপর একটি সূত্রের খবর, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফলে রেল বোর্ড ও মন্ত্রক একসাথে যোগাযোগ রাখছিল। মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, "আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে। তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা।"
ABIR GHOSAL