মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহের পূর্ব এবং পশ্চিম দু'দিকের পরবর্তী স্টেশনের দূরত্বই দু'কিলোমিটারের বেশি হওয়ায় সর্বনিম্ন পাঁচ টাকার টোকেন এই স্টেশনে থাকছে না। একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দু'কিলোমিটারের বেশি। যে কারণে শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে দশ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। মেট্রোর ভাড়ার তালিকা অনুযায়ী প্রথম দু’কিলোমিটার দূরত্বের ভাড়া পাঁচ টাকা। তারপর দুই থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া দশ টাকা।
advertisement
আরও পড়ুন: ক্যানসার রোগীদের জন্য সাধের চুল কেটে ফেললেন শিক্ষিকা, বললেন, 'আমি গর্বিত'!
শিয়ালদহ থেকে যেহেতু ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার এবং এসপ্ল্যানেডের ২.৪৫ কিলোমিটার, তাই এখান থেকে ট্রেনে চাপলেই যাত্রীদের খসবে দশ টাকা। রেলের দাবি, এর পরবর্তী প্রতিটি স্টেশনের ক্ষেত্রে দূরত্ব ২ কিলোমিটারের বেশি থাকায়, ১৫ টাকা ভাড়ার বদলে ভাড়া ১০ থেকে একবারে দ্বিগুণ করা হয়েছে। মাঝে কোনও ভাড়ার ভাগ রাখা হয়নি। যদিও ভাড়া নিয়ে যাত্রীমহলে খানিকটা ক্ষোভ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে তরজা।
আরও পড়ুন: চাকরি খুঁজছেন 'বেকার' বরিস জনসন? ঠিকই পড়ছেন, দেখুন ভাইরাল ছবি
মেট্রো সূত্রে খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি, ১৪ জুলাই এই রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চাইছে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে শিয়ালদহ অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। সেই কারণেই যাত্রীদের ভিড় সামলাতে ও তাঁদের সুরক্ষার কথা ভেবে শিয়ালদহ স্টেশনে বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে। যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। এছাড়াও, বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ লিফট। লোকাল ট্রেন থেকে নেমে যাত্রীরা যাতে মেট্রো স্টেশনে চলে আসতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।