TRENDING:

Sealdah Metro Station: দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র‍্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন 

Last Updated:

আজ তাই উদ্বোধন হচ্ছে DTDC শিয়ালদহ মেট্রো স্টেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: দেশের বোধহয় একমাত্র স্টেশন। যা উদ্বোধনের আগেই কো-ব্র‍্যান্ডিং হয়ে গিয়েছিল। অবশেষে আজ সেই স্টেশনের উদ্বোধন হতে চলেছে। সাধারণ যাত্রীরা স্টেশনের পরিচয় শিয়ালদহ হিসাবে দিলেও, রেলের খাতায় এই স্টেশন DTDC শিয়ালদহ মেট্রো স্টেশন হিসাবেই পরিচিত হয়ে যাচ্ছে (Sealdah Metro Station)।
দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র‍্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন 
দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র‍্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন 
advertisement

গত ১০ দিন আগেই, উদ্বোধনের আগেই কো-ব্র‍্যান্ডিং হয়ে যায় শিয়ালদহ মেট্রো স্টেশনের। বার্ষিক ৭৬ লক্ষ ৫০ হাজার টাকায় স্টেশন কো-ব্র‍্যান্ডিং হয়।আগামী ৩ বছরের জন্য স্টেশন কো-ব্র‍্যান্ডিং হয়েছে। স্টেশনের নয়া নাম হয়েছে- DTDC শিয়ালদহ মেট্রো। স্টেশন এলাকা গোটাটাই ব্যবহার করতে পারবে এই সংস্থা।

আরও পড়ুন-ঝগড়ার সময় সঙ্গীকে কদর্য ভাষায় আক্রমণ সম্পর্কের বাঁধন আলগা করে দেয়! তাই ভুলেও এই কথাগুলো বলা উচিত নয়

advertisement

স্টেশন উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশন বেসরকারি সংস্থার মাধ্যমে ব্র‍্যান্ডিং করতে চেয়েছিল রেল। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এই বিষয়ে প্রকাশ করা হয়েছিল টেন্ডার। শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসে গিয়েছে ওই কর্পোরেট সংস্থার নাম। থাকছে তাদের কিয়স্ক।এ ছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হয়েছে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে। উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য টেন্ডার ডেকে দিয়েছিল মেট্রো রেল। যা কার্যত নজিরবিহীন। সংস্থার নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় শিয়ালদহ নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই সংস্থার নাম। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও।

advertisement

আরও পড়ুন-দীর্ঘ অপেক্ষার অবসান, আজই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন, কবে শুরু যাত্রী পরিবহণ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিটি দরজায় থাকবে নাম ও লোগো। এমনকী স্টেশন এলাকার মধ্যেই ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপননের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রী।চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেও, আজ শিয়ালদহ স্টেশন চালু করা হচ্ছে। রেল বোর্ডের তরফে এতদিন না পাওয়া যাওয়াতেই হয়নি উদ্বোধন বলে সূত্রের খবর। নিয়মানুযায়ী, অনুমতি পাওয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ ২৫ জুনের মধ্যে চালু করতেই হত শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই বাণিজ্যিক গাঁটছড়া বেঁধে ফেলেছিল কলকাতা মেট্রোয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro Station: দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র‍্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল