শহরের এমন একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা বন্ধ রাখলে দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ ৷ সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই কেএমডিএ-র সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের ৷ বিকল্প রুট নিয়ে সিদ্ধান্তের পরই বন্ধ করে শিয়ালদহ উড়ালপুলে মেরামতির কাজ চালানো হবে ৷ তবে ১৫ অগাস্ট ছুটির দিন হওয়ায় সেদিন শহরের রাস্তায় চাপ কম থাকবে বলে মত ৷ শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকলে চাপ পড়বে সূর্য সেন স্ট্রিট, ক্রিক রো, ইএম বাইপাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তায় ৷ বিকল্প রাস্তা হতে পারে আমহার্স্ট স্ট্রিট, এমজি রোড ৷ বেলেঘাটা মেন রোডকেও বিকল্প হিসেবে ভাবনা ৷ কয়েকটি রাস্তায় পার্কিং জোন থাকবে না ৷ সল্টলেক থেকে মৌলালি রাস্তা খোলা হবে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 6:12 PM IST