আরও পড়ুন- ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের খরচ কে বহন করে? সত্যিটা জানলে চমকে যাবেন
রানাঘাট – বনগাঁ – শিয়ালদহ এসি লোকাল রানাঘাট থেকে ৭.১১ মিনিটে ছেড়ে যাবে, ৭টা ৫২-তে পৌঁছবে এবং ৯.৩৭ টায় শিয়ালদহে পৌঁছাবে। ইউপি এসি পরিষেবা শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬ টায ১৪ মিনিটে ছেড়ে যাবে, রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে এবং রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাট শেষ করবে। শিয়ালদহ– কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৬ মিনিটে ছেড়ে ১২টা ৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। ডাউন এসি লোকাল কৃষ্ণনগর থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে।
advertisement
এছাড়াও, যাত্রীদের ভিড় সামলাতে সন্ধ্যার ব্যস্ত সময়ে বিধাননগর থেকে আরও ইএমইউ পরিষেবা চালু করার জন্য শিয়ালদহ বিভাগ প্রস্তুতি নিচ্ছে। একটি নতুন বিধাননগর – কল্যাণী ইএমইউ ট্রেন বিধাননগর থেকে সন্ধ্যা ৭:২৮ মিনিটে ছেড়ে কল্যাণীতে ৮টা ৩৬ মিনিটে পৌঁছবে। ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে রাত ৮:৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে রাত ১০টা ১৯-এ। এছাড়াও, বারাসত – হাসনাবাদ বিভাগে ১ জোড়া ইএমইউ পরিষেবা প্রস্তাবিত। বারাসত – হাসনাবাদ লোকাল বারাসত থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছেড়ে হাসনাবাদে পৌঁছাবে দুপুর ১:৩৮ মিনিটে। আর হাসনাবাদ – বারাসাত লোকাল দুপুর ২:৫৫ মিনিটে হাসনাবাদ থেকে ছেড়ে দুপুর ৩:২৫ মিনিটে বারাসত শেষ করবে। নতুন পরিষেবা চালু করা নিশ্চিতভাবেই শহরতলির পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, এটিকে নিরাপদ, আরামদায়ক এবং যাত্রীবান্ধব করে তুলবে। শিয়ালদহ ডিভিশনের এই পুজো উপহার গ্রহণ করতে পেরে খুশি শহর।