TRENDING:

Sealdah Division: বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড়! পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের জরিমানা আদায় প্রায় ২ লক্ষ টাকা

Last Updated:

Sealdah Division: শিয়ালদার ডিআরএম দীপক নিগম সমস্ত যাত্রীদের কাছে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বৈধ টিকিট কেনার আহ্বান জানিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন  শিয়ালদা-বনগাঁ সেকশনে টিকিট চেকিং অভিযানে টিকিটবিহীন ভ্রমণ ও অবৈধ ভাবে লাগেজ নিয়ে যাওয়া-সহ মোট ৫৮৮ টি কেসে ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিয়ালদার DRM  দীপক নিগম ও সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পবন কুমারের পরিচালনায় ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশীরঞ্জন কুমারের নেতৃত্বে এই স্পেশাল টিকিট চেকিং অভিযান করা হয়।
বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন অর্থাৎ দিনে গড়ে ২ হাজারের বেশি
বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন অর্থাৎ দিনে গড়ে ২ হাজারের বেশি
advertisement

রাজস্ব উৎপাদন ছাড়া এই টিকিট চেকিং-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল বৈধ টিকিট কেনার গুরুত্ব সম্পর্কে যাত্রীদের শিক্ষিত করা। মোবাইলে UTS-এর মতো ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্মের ব্যবহার প্রচার করে সমস্ত যাত্রীদের জন্য একটি নির্বিঘ্ন এবং সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া।টিকিটের লাইন এড়াতে এটিভিএম, কিউআর কোড স্ক্যানারের ব্যবহার করা ও ঝামেলামুক্ত বুকিং, সময় বাঁচানো, কাগজবিহীন ভ্রমণ এর সুবিধা সম্পর্কে অবগত করা। শিয়ালদার ডিআরএম দীপক নিগম সমস্ত যাত্রীদের কাছে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বৈধ টিকিট কেনার আহ্বান জানিয়েছেন।

advertisement

অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম), মোবাইল অ্যাপ, কিউআর কোডে টিকিট কাটার সুবিধা এবং স্টেশনের বাইরে বিভিন্ন দোকান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার পরিষেবা সত্ত্বেও কমানো যাচ্ছে না বিনা টিকিটে ট্রেনে চাপার প্রবণতা। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে এমন বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন অর্থাৎ দিনে গড়ে ২ হাজারের বেশি।

advertisement

পূর্ব রেলের বাণিজ্য বিভাগ যথাযথ ভাবে টিকিট না কেটে ট্রেনে চাপার এই মানসিকতায় চিন্তিত। যদিও বিনা টিকিটের যাত্রীদের থেকে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়। এর ফলে রেলের ‘লক্ষ্মীলাভ’ ভাল হয়। সংস্থা জানাচ্ছে, ২০২৩-এর ১ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত সময়সীমায় শিয়ালদহে ৩৫ হাজার বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছিলেন। এক বছরে এখানে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে। জরিমানা হিসেবে আদায় করা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

advertisement

আরও পড়ুন : তিস্তাপারের শহর থেকে কুমেরুতে! অ্যান্টার্কটিকায় ৪০০ দিন কাটালেন তরুণ বাঙালি ভূবিজ্ঞানী

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে যথাযথ টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য।সাধারণত যাঁরা বিনা টিকিটে ধরা পড়েন তাঁদের অনেকেই সময়ের অভাবে টিকিট না কাটতে পারার কথা জানিয়ে থাকেন।তবে যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে বিগত কয়েক বছরের মধ্যে একাধিক পদক্ষেপ করেছে রেল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Division: বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড়! পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের জরিমানা আদায় প্রায় ২ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল