কলকাতা: চিৎপুর জোড়া খুনে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত। ২০১৫ সালের ১৫ জুলাই নিজের বাড়িতে খুন হন স্বামী-স্ত্রী, প্রাণ গোবিন্দ দাস ও রেণুকা দাস। পেশায় শিক্ষক ছিলেন। ঘটনায় গ্রেফতার হন ওই বাড়ির পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পা। পুলিশ সূত্রে দাবি করা হয়, সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে স্বামী-স্ত্রীকে খুন করেছিলেন পরিচারক।
advertisement
লোহার রড দিয়ে মাথায় একাধিক বার আঘাত করে খুন করেছিলেন, এই ঘটনায় দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১। এহেন অপরাধে ফাঁসির সাজা দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।
প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ এবং হত্যা মামলা ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে বিবেচনা করেননি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় রাইকে। সেই বিচারকই দম্পতিকে হত্যার মামলায় সঞ্জয় সেন ওরফে বাপ্পার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৫ জুলাই সন্ধ্যায় প্রাণগোবিন্দ দাস ও রেনুকা দাস খুন হয়েছিলেন নিজেদের ফ্ল্যাটে। তাঁরা দু’জনেই অধ্যাপনা করতেন এক সময়ে। ঘটনার সময় ছিলেন পেনশনভোগী। অভিযুক্ত বাপ্পা খুনের পর পালিয়ে যায় নন্দীগ্রামে। পরে সে কলকাতায় ফিরলে তাকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে পুলিশ ওই এলাকার একটি পুকুর থেকে লোহার পাইপটি উদ্ধার করে। ওই পাইপ দিয়েই আঘাত করা হয়েছিল দম্পতির মাথায়।