এক রোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। পালটা এমার্জেন্সিতে আটকে রেখে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।
ঘটনার সূত্রপাত, বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এদিন কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় জোড়াবাগানের বাসিন্দা আদিত্য সিংকে। অভিযোগ, ঘণ্টাখানেক তাঁকে এমার্জেন্সিতে ফেলে রাখা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় আউটডোরে। সেখানেও রোগীকে দেখতে আসেন নি কোনও চিকিৎসক। শেষপর্যন্ত বিনা চিকিৎসাতেই রোগী মারা যান বলে অভিযোগ পরিবারের।
advertisement
পুরো ঘটনা মোবাইলে ভিডিও তুলে রাখছিলেন রোগীর পরিজনেরা। তখনই কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। এই ঘটনার পরেই চিকিৎসকরা তাঁদের উপর চড়াও হন। হেনস্থাও করা হয় বলে অভিযোগ আদিত্যর পরিবারের।
রোগীর আত্মীয়রাই মারধর করেছেন বলে পালটা অভিযোগ তুলেছেন চিকিৎসকরাও।
দু’পক্ষের চাপানউতোরে সমস্যায় পড়তে হাসপাতালে আসা অন্য রোগীদের। বউবাজার থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে আদিত্য সিংয়ের পরিবার।