২০২৫ শিক্ষাবর্ষে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টালের অধীনে হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত স্কুল শিক্ষা দফতরের নোটিফিকেশন
চলতি মাস থেকেই অনলাইনে পড়ুয়াদের তথ্য জমা দিতে হবে স্কুলগুলিকে।
আরও পড়ুন: এই ‘৬’ খাবার…! খাবেন না.. ! ‘গোপনে’ ক্যানসার ডেকে আনবে শরীরে, সাবধান
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এক কোটি ৩০ লক্ষের বেশি পড়ুয়া মূল্যায়ন হবে বছরভর।
advertisement
স্কুলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নম্বর দেওয়ার পাশাপাশি এক জন পড়ুয়ার বৌদ্ধিক বিকাশ কতটা হচ্ছে, সেটাও যাচাই করতে হবে শিক্ষকদের। সেই মতামত তাঁদের লিখতে হবে হলিস্টিক রিপোর্ট কার্ডে।
কতটা মানসিক চাপ নিতে পারে, তার সাংগঠনিক, মত প্রকাশ এবং কথোপকথনের দক্ষতা— সবই জানা যাবে হলিস্টিক রিপোর্ট কার্ড থেকে। সেই সঙ্গে এক জন পড়ুয়ার পছন্দের বিষয় থেকে শুরু করে সে কী নিয়ে উদ্বিগ্ন হয় বেশি, তার সৃজনশীল দক্ষতাই বা কতটা, সেই মূল্যায়নও শিক্ষকদের করতে হবে। প্রধান শিক্ষকদের এই বিষয়ে কর্মশালা হলেও স্কুল শিক্ষক এবং কর্মীদের যথাযথ ভাবে ট্রেনিং হয়নি বলে দাবি শিক্ষক সংগঠনগুলির।