শনিবার সকাল সাড়ে দশটা। স্কুল ছুটির পর, বাড়ি ফিরছিল গার্ডেনরিচের মডার্ন আর্যপ্রসাদ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আসমিনা পরভিন। সেই সময় নিমকমহল রোডে একটি ট্রেলার ইউ টার্ন নিচ্ছিল। তখনই ট্রেলারটি ওই ছাত্রীটিকে ধাক্কা মেরে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমিনার। দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। ঘাতক ট্রেলারটি ভাঙচুর করা হয়। সিজিআর রোড ও নিমকমহল রোডের সংযোগস্থলে শুরু হয় অবরোধ। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের অভিযোগ, একে স্পিড ব্রেকার নেই, তারওপর পুলিশের উপযুক্ত নজরদারি না থাকায় যানজট লেগে থাকে। তা থেকেই দুর্ঘটনা ঘটে। এদিনও ট্রেলারের বেপরোয়া গতিই ছাত্রীর মৃত্যুর কারণ।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান আসমিনার মা। মেয়েকে মৃত অবস্থায় দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন প্রতিবেশীরাও।
অবরোধের জেরে বন্দরে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। গার্ডেনরিচ ও পশ্চিম বন্দর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।