যে হারে বেতন বাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে খুশী নন আন্দোলনকারী শিক্ষকরা। তাই আপাতত অনশন জারি রাখছেন তাঁরা। তবে সমঝোতার রাস্তাও খোলা রাখছেন। বেতন বৃদ্ধি নিয়ে লিখিত প্রস্তাব এলে অনশন তোলা নিয়ে সিদ্ধান্ত-- এমনই বার্তা আন্দোলনরত শিক্ষকদের।
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। গ্রেড পে ৩৬০০ টাকা হওয়ায় বেতন বেশ কিছুটা বাড়বে। এই ঘোষণার পরও অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষকদের।
advertisement
বেতন বাড়ানোর ঘোষণা হলেও সেই ঘোষণা ঘিরে একাধিক অস্বচ্ছতার অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের। রাজ্যের আর্থিক ক্ষমতার বাইরে গিয়ে কীভাবে বেতন বাড়ানো সম্ভব? প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী। সেই যুক্তিও খারিজ করছেন আন্দোলনকারী শিক্ষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 1:16 PM IST