SSC পরীক্ষার দুই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে।
২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?
নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা
advertisement
বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই ক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা-সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।