TRENDING:

School Reopen: ফের ক্লাসরুমে পড়ুয়াদের হাসিমুখ! বৃহস্পতিবার থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়...

Last Updated:

School Reopen: ইতিমধ্যেই প্রস্তুতি শেষ স্কুলগুলিতে। স্যানিটাইজেশন সারা। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এ দিন থেকে স্কুলে যেতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : রাজ্যের ফের খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। সরস্বতী পুজোর মুখেই আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে (School Reopen) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি (School Reopen)। ফের ক্লাসে ফিরছে পড়ুয়ারা। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ স্কুলগুলিতে। স্যানিটাইজেশন সারা। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এ দিন থেকে স্কুলে (West Bengal School Reopening today)  যেতে পারবে।
রাজ্যে আজ থেকে খুলছে স্কুল  Photo- File
রাজ্যে আজ থেকে খুলছে স্কুল Photo- File
advertisement

দু'দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। একদিকে যেমন স্কুলে স্কুলে জোরকদমে চলছে পড়ুয়াদের করোনা বিধি মেনে ক্লাস করানোর যাবতীয় কাজ। অন্যদিকে শুরু হয়ে গিয়েছিল নতুন স্কুল ইউনিফর্ম কেনার হিড়িক। ফের ক্লাস শুরুর বেল বাজবে, ঘণ্টা পড়বে আজ (School Reopen) । ক্লাস নিতে ছুটবেন শিক্ষক-শিক্ষিকারা। ফের শোনা যাবে পড়ুয়াদের চিৎকার-হাসির শব্দ। প্রাণ পাবে স্কুলবাড়িগুলি।

advertisement

আরও পড়ুন : বৃহস্পতিবার থেকে স্কুল খুলছে রাজ্যে, অফলাইনের সঙ্গে চলবে অনলাইন ক্লাসও

রাজ্যের (West Bengal School Reopening today) উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বুধবার স্কুলগুলিতে ব্যস্ততা ছিল তুঙ্গে। স্কুল পরিষ্কার, স্যানিটাইজেশন - সবই চলেছে জোরকদমে। শিক্ষক-শিক্ষিকারা অবশ্য ২ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই স্কুলে যেতে শুরু করেছেন। স্যানিটাইজেশন ও অন্য কাজের জন্য নেওয়া হয়েছে প্রস্তুতি(School Reopen) । পাশাপাশি, শনিবার সরস্বতী পুজো। তাই কোনও স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে পুজো করবে, তাহলে তার কিছুটা প্রস্তুতি সেরে নেওয়া সম্ভব হবে এই সুযোগে।

advertisement

উল্লেখ্য, ৩১ জানুয়ারি স্কুল খোলার নির্দেশিকা (West Bengal School Reopening Notice) জারি করে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। সেখানে স্পষ্টভাবে জানান হয়, আগেরবার যেভাবে স্কুলের ক্লাস নেওয়া হত ভাগ ভাগ করে, আলাদা আলাদা সময়ে। তেমনভাবে এ বারে আর ক্লাস নিতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর (West Bengal School Reopening today)  আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাসও শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে।।

advertisement

আরও পড়ুন : পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক

২০২০-র ১৬ মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। এরপর ২০২১-এর ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। কিন্তু ২০২১-র ২০ এপ্রিল থেকে ফের বন্ধ হয়ে যায় স্কুল। কোভিডের (West Bengal Covid Restrictions) দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা করেন তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর ২০২১-র ১৬ নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খোলে স্কুল (School Reopen)। কিন্তু আবার ২০২২-র ৩ জানুয়ারি তৃতীয় ঢেউ এর দাপটে ফের বন্ধ হয়ে যায় স্কুল।

advertisement

রাজ্যে সংক্রমণের (West Bengal Covid Restrictions) হার কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই, পথে নেমে পড়েন পডুয়া-অভিভাবক থেকে শিক্ষক মহলের একাংশ। দাবি একটাই, স্কুল খোলা (School Reopen) হোক। গতমাসেই রাজ্যজুড়ে চলেছিল বিক্ষোভ-আন্দোলন। বেশ কয়েকটি জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ের হয় হাইকোর্টে। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও। দাবি আরও জোরালো হয়, পড়ুয়াদের মধ্যে অনেকের টিকাকরণ (Covid Vaccination) সম্পন্ন হয়ে যাওয়ায়। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ৩ ফেব্রুয়ারি থেকে খুলবে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কীভাবে কোভিড বিধি (West Bengal Covid Restrictions) মেনে ঠিকমতো সবকিছু হবে তা নিয়ে চিন্তা থাকলেও, স্কুল অবশেষে খোলায় সবাই খুশি। স্কুল খোলার এই পদক্ষেপ পড়ুয়াদের জন্যে জরুরি ছিল বলেই মত মনোবিদদের। তবে তাঁদের বার্তা, কোভিড বিধি ভুললে চলবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
School Reopen: ফের ক্লাসরুমে পড়ুয়াদের হাসিমুখ! বৃহস্পতিবার থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল