আরও পড়ুন: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু, গর্জে উঠলেন ফিরহাদ! দিলেন হুঁশিয়ারিও
আজ সকাল বেলা মিত্র ইনস্টিটিউশানে গিয়ে দেখা গেল প্রকৃতির যেন ঘুম ভেঙেছে। শুরু হয়েছে স্কুল। ভরে গিয়েছে শ্রেণিকক্ষের বেঞ্চগুলো। ক্লাস শুরু হওয়ার আগেই সারি দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা। তারপর শ্রেণিকক্ষে প্রবেশ করা। মিত্র ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে জানান, গত শনিবার পুরো স্কুল স্যানিটাইজ করা হয়েছে। ছাত্রদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়া মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নতুন করে কেউ যাতে সংক্রমিত না হয় তার জন্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: মদ খেয়ে ঘরে ঢুকল জামাই, রক্তাক্ত অবস্থায় পড়ে রইল শ্বশুর-শাশুড়ি! শান্তিপুরে হাড়হিম ঘটনা
স্কুলের অভিভাবকরা কেউই চাইছিলেন না আবার অনলাইন ক্লাস শুরু হোক। তাঁদের দাবি অনলাইন কিংবা হোম অ্যাসেসমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীর সঠিক মূল্যায়ন হয় না। নিয়মিত পড়াশোনা অভ্যাসের পাঠ অনেকটাই বিঘ্নিত হয়েছে। স্কুলে বসে পড়াশোনা এবং পরীক্ষা না হলে মূল্যায়নের মান অনেকটাই নীচে নামছিল বলে ধারণা শিক্ষাবিদদের।