বাগুইহাটির এসি ভলভোর পিছনে ধাক্কা মারল স্কুলবাস। আহত বেশ কয়েকজন ছাত্রী। কারোর মাথা ফাটল, কারোর চোয়াল ভাঙল। ছিটকে পড়ে ঘাড়ে, কোমরে আঘাত বেশ কয়েকজন। লেকটাউন গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে যাতায়াত করত বাসটি।
দুর্ঘটনায় আহত ৮ ছাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়। ২ জনের মাথায় চোট লাগে। ভয়ে, আতঙ্কে অজ্ঞানও হয়ে পড়ে এক ছাত্রী।
advertisement
ছাত্রীদের যাতায়াতে ভাড়ায় দেওয়া ছিল বাসটি। পড়ুয়াদের নিয়ে যাতায়াত করলেও সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল বাস। হলুদ রঙ, ফার্স্ট এইড বা প্রশিক্ষিত অ্যাটেনডেন্টের বালাই নেই। দুর্ঘটনার পর এনিয়ে সরব অভিভাবকরা। ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে স্কুলবাসের নিরাপত্তা বিধি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2018 6:45 PM IST