TRENDING:

SCAM || West Bengal Corruption: ৪০ কোটি কে কে খেয়েছে? কী ভাবে...? প্রভাবশালীদের নাম-সহ বিস্ফোরক তথ্য ফাঁস অয়নের! ইডির তালিকায় কারা কারা?

Last Updated:

SCAM || West Bengal Corruption: অয়নের পুর দুর্নীতির টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, জেরায় অয়নের তোলা ৪০ কোটির ৭৫-৮০% প্রভাবশালীদের কাছে পৌঁছেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জেরায় এবার উঠে এল নয়া বিস্ফোরক তথ্য। জেরায় প্রকাশ অয়নের পুর দুর্নীতির টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, জেরায় অয়নের তোলা ৪০ কোটির ৭৫-৮০% প্রভাবশালীদের কাছে পৌঁছেছে।
অয়ন শীলের হেভিওয়েট তালিকায় কারা?
অয়ন শীলের হেভিওয়েট তালিকায় কারা?
advertisement

শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ৪০ কোটির উপর ২০-২৫% কমিশন পান অয়ন। অয়নের বয়ান অনুযায়ী প্রভাবশালীদের তালিকা তৈরির দাবি করা হয়েছে বলেও খবর। উল্লেখ্য, দিন দিন ক্রমেই ঘনীভূত হচ্ছে নিয়োগ দুর্নীতি রহস্য। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে একে একে নাম জড়িয়েছে তৃণমূল নেতা-মন্ত্রী থেকে শুরু করে অনেকেরই। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূলের বিতাড়িত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে উঠে এসেছে প্রোমোটার অয়ন শীলের নাম। দুর্নীতি নিয়ে এবার ইডির তদন্তকারীদের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি অয়ন শীলের।

advertisement

আরও পড়ুন: বাড়বে না একটুও ইলেকট্রিক বিল! মাত্র ৩৮০ টাকায় বোঁ বোঁ করে ঘুরবে পাখা! আনুন দুর্দান্ত ফ্যান! হাওয়া এমন যে গায়ে কাঁটা দেবে...

ইডি সূত্রে খবর, শিক্ষক দুর্নীতি কাণ্ডে ধৃত অভিযুক্ত অয়ন শীলকে জেরা করে বিস্ফোরক তথ্য এসেছে তাদের কাছে। তদন্তকারীদের দাবি, জেরায় অয়ন স্বীকার করেছেন, পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। যদিও সেই টাকার ভাগ কেবল অয়নই নয়, পকেটে গিয়েছে হেভিওয়েটদের।

advertisement

সূত্র বলছে, পুরসভার বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে যে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন তার থেকে ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, জেরায় অয়ন জানিয়েছে চাকরিপ্রার্থীদের কাছ থেকে যত টাকা উঠত তার মাত্র ২০ শতাংশই বরাদ্দ ছিল তার জন্য। বাকিটা অয়ন হয়ে পৌঁছে যেত পুরসভার বিভিন্ন প্রভাবশালীদের পকেটে।

advertisement

তবে কারা সেই প্রভাবশালী? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই তাদের নাম জেরায় তদন্তকারীদের জানিয়েছে অয়ন। তার বয়ানের ওপর ভিত্তি করেই তালিকা তৈরি করছে ইডি। পাশাপাশি অয়নকে লাগাতার জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: শপিং মলের Toilet-এর দরজা নিচ থেকে খোলা থাকে কেন...? চমকে দেবে ৫ কারণ! ৩ নম্বর কারণেই ঝটকা! তাজ্জব হবেন শুনলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইডির দাবি, পুরসভা নিয়োগের জন্য রাজ্যের প্রায় ষাটটির বেশি পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। এক একটি পোস্টের জন্য আলাদা আলাদা রেট ছিল। অয়ন যে পুরসভা নিয়োগ দুর্নীতি করতে বিভিন্ন জনের থেকে যে কোটি কোটি টাকা তুলেছিলেন, তার তথ্যপ্রমাণ অয়নের হার্ড ডিস্ক থেকে পাওয়া গিয়েছে। অয়ন শীলকে আপাতত আগামী ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SCAM || West Bengal Corruption: ৪০ কোটি কে কে খেয়েছে? কী ভাবে...? প্রভাবশালীদের নাম-সহ বিস্ফোরক তথ্য ফাঁস অয়নের! ইডির তালিকায় কারা কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল