প্রোটেকশন মানি অর্থাৎ কয়লা পাচার মামলায় অনুপ মাজিদের সাহায্য করে বিকাশ সহ বাকিরা কত টাকা নিয়েছেন, কী ভাবে টাকার লেনদেন হত এবং কাদের কাছে টাকা পৌঁছেছে জানতেই লালার মুখোমুখি বসিয়ে বিকাশদের জেরা করবে সিবিআই।
এদিকে, কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার সিবিআইয়ের এই আবেদনে সাড়া দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক বিকাশ মিশ্রের ৪ দিনের হেফাজত মঞ্জু করেছেন। এরপর পঞ্চম দিনে কী হবে, তা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর।
advertisement
আরও পড়ুন: জয় আসছে, আভাস পেয়েই বড় কাণ্ড ঘটালেন রাহুল গান্ধি! দেশজুড়ে হইচই
এর আগে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী বিকাশ মিশ্রর নাম উঠে এসেছিল। তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন আসানসোলে সংশোধনাগারে ছিলেন বিকাশ। অভিযোগ, কয়লা পাচারের মাস্টারমাইন্ড বিকাশ মিশ্র। অনুপ মাজি তথা লালা ব্যবসার জন্য বিকাশের সাহায্য নিত বলে অভিযোগ। সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ার পর বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়। গত বছরের মাঝামাঝি সময়ে বিকাশ মিশ্র হাই কোর্ট থেকে জামিন পেয়ে যান।
আরও পড়ুন: কুন্তল-তাপসদের থেকে টাকা কার কাছে? এবার ‘বড়’ নাম? সিবিআই-কে বিরাট নির্দেশ
এরপর সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাঁর জামিনের বিরোধিতা করে। সিবিআইয়ের যুক্তি ছিল, বিকাশ মিশ্রকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। তাতে শীর্ষ আদালত জানায়, জামিনে মুক্ত কোনও ব্যক্তিকে এভাবে জেরা করতে হলে তাঁকে সর্বোচ্চ ৪ দিন হেফাজতে রাখা যায়। তাতে বিকাশ মিশ্র জানতে চান, তাহলে পঞ্চম দিনে কি তিনি মুক্তি পেয়ে যাবেন? তাতে সুপ্রিম কোর্ট এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে এবার অনুপ মাঝির মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বিকাশ মিশ্রদের।