সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, অসুস্থতার বাহানা দিয়ে বাথরুমে যাওয়ার নাম করে পাশের পুকুরে নিজের ফোন ফেলে দেন জীবনবাবু। গোটা দুদিন ধরে সেই মোবাইল উদ্ধার করে আনতে রীতিমতো নাজেহাল হতে হয় সিবিআইকে।
আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য সুখবর! রেশন কার্ড প্রসঙ্গে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
advertisement
আরও পড়ুন: ১২০০ টাকায় ছুঁয়ে নিন মেঘ! গরমের ছুটিতে নামমাত্র খরচে ঘুরে আসুন পাহাড়ের এই হিল স্টেশন
বুলডোজার থেকে জল তোলা মেশিন কাদা থেকে সেই বিতর্কিত ফোন উদ্ধার করতে মাথার ঘাম পায়ে করে ফেলে সিবিআই। শেষমেষ বহু তল্লাশির পর ফোন উদ্ধার হয়। সেই ফোন দুটি নিয়মমতো এরপরে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এবার সেই ফোনেই মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, সিবিআই তরফে আদালতে জানানো হয়েছে যে, জীবনের ফোন থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি অডিয়ো ফাইল উদ্ধার করা হয়েছে। সেই অডিয়োগুলিতে কার গলা রয়েছে তা তদন্ত করে দেখতে চায় সিবিআই। পাশাপাশি বিধায়কের কণ্ঠস্বর ও হাতের লেখা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও জানানো হয়েছে। এসব তথ্যের উপর ভিত্তি করে জীবনকে ফের হেফাজতে চেয়েছে সিবিআই।
মঙ্গলবারই সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় জীবনবাবুকে। বিধায়কের ফোন থেকে একাধিক তথ্য উদ্ধার হওয়ায় তাকে ফের নিজেদের হেফাজতে রাখতে চায় সিবিআই। শুনানি শেষে এদিন তৃণমূল বিধায় জীবনকৃষ্ণকে আরও পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, জীবন কৃষ্ণের ফোনে যে গুরুত্বপূর্ণ তথ্য় রয়েছে তা আগেই আঁচ করেছিলেন তদন্তকারীরা। সেকারণেই এত ঘণ্টার তল্লাশি। পাশাপাশি সন্দেহ করা হচ্ছে তথ্য অন্য জায়গায় সরিয়ে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কি সেদিন ফোন পুকুরে ফেলেছিলেন বিধায়ক? চলছে তদন্ত।