গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের সন্ধান পেলেন! আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নেই? প্রশ্ন তোলেন বিচারপতি। ইডির তরফে জানানো হয়, ”তদন্ত চলছে, আরেকটু সময় দেওয়া হোক।” প্রাথমিক দুর্নীতি মামলায় এদিন রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনাদের কাছে যদি আসল OMR Sheet এর প্রতিলিপি না থাকে তাহলে টেট পরীক্ষার্থীরা আসলে কত নম্বর পেয়েছিলেন এবং তাদের নম্বর পরিবর্তন করে কত নম্বর দেওয়া হয়েছিল তার বিচার করবেন কী করে? প্রাথমিক শিক্ষা পর্ষদকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
advertisement
আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
প্রাথমিক শিক্ষা পর্ষদকে উদ্দেশ করে বিচারপতি বলেন, ”যে Digitized Data-র কথা বলছেন, সেটা তো এডিট করা সম্ভব। আসল OMR Sheet না থাকতেই সমস্যার সূত্রপাত হয়েছে।” প্রসঙ্গত, ২০১৪ এবং ২০২০ দুই TET-এর আসল OMR Sheet নেই।
আরও পড়ুন: সর্বনাশ! আশোকনগরে ডাস্টবিনে ওগুলো কী! মাথায় হাত কত মানুষের
যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, ”ইডির রিপোর্ট খুব স্পষ্ট নয়, তারা কে টেট পাশ করেছে, কে করেনি, কার নম্বর বাড়ানো হয়েছে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। শুধুমাত্র সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে।”