সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে দেখার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ২০০৯ সালে কর্মরত প্রাথমিক শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ। মূলত: Exempted Category তে কর্মরত প্রাথমিক শিক্ষক দের কার্ড যাচাই করতে নির্দেশ। ২৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি আইনজীবী গৌরব দাস জানান, ‘২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় ১৫০ জন প্রাথমিক শিক্ষকতার চাকরি পান এক্সম্পেটেড ক্যাটাগরিতে। তাদের মধ্যে ২৬ জনের জালিয়াতির তথ্য হাতে এসেছে। ওই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে।’
২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেম্পেটেড ক্যাটাগরিতে আর কত এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি হয়েছে। তাই এবার খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট। তিনি আরও জানান, তাই রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা সংসদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কার্ড গুলি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার।