কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। অভিযোগ বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে। শুধুমাত্র গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক , নবম - দশম নয়, যে কোনো সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ।
আরও পড়ুন: আর রক্ষে নেই অনুব্রতর, গরু-কয়লা কাণ্ডের পর আরও বড় দুর্নীতিতে যোগ? বিস্ফোরক তথ্য
advertisement
পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা এই মামলার।
আরও পড়ুন: 'সবচেয়ে বড় সুবিধাভোগীকে কবে জেরা?' স্ত্রী-র চাকরি নিয়ে প্রশ্ন উঠতেই আসরে সুজন চক্রবর্তী
এদিকে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ১৪ বিরোধী রাজনৈতিক দল। ১৪ দলের মধ্যে রয়েছে তৃণমূল, কংগ্রেস, ভারতীয় রাষ্ট্র সমিতি, ডিএমকে-র মত বিরোধী দলগুলি। বিরোধীদের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। ৫ এপ্রিল এই মামলার শুনানি।
বিরোধীদের অভিযোগ সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে এবং বিজেপিতে যোগ দিলেই সেই সব নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যদিও সাফাই দিয়ে বিজেপির দাবি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না সরকার এবং দল। তারা আইনি পথেই কাজ করে।