গ্রুপ - সি-তে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার। এই অভিযোগে মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
অপরূপার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি মান্থা। গ্রুপ সি-তে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার। আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
advertisement
আরও পড়ুন: জেরায় হাউহাউ করে কেঁদে ফেললেন অনুব্রত কন্যা! ইডি-কে যা বললেন, তোলপাড় বাংলা
প্রথমে তিনি এই বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মান্থা তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন। গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য বিজেপি নেতৃত্ব আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের সাংসদ প্যাডে গ্রুপ-সিতে নিয়োগের সুপারিশ করেছিলেন।
আরও পড়ুন: দিন ঘোষণা যবেই হোক, CPIM তৈরি! দুরন্ত ছকে পঞ্চায়েতে বাজিমাত হবেই, জাগছে আশা
অপরূপার পাঠানো সুপারিশের তালিকার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগও ওঠে। এই নিয়েই মামলা দায়ের করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু সেই মামলা গ্রহণ করলেন না বিচারপতি মান্থা।