নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতারের পরই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নাম উঠে আসে৷ কুন্তলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে বলেই ইডি সূত্রে খবর৷
:
শুক্রবার সকাল এগারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন সায়নী ঘোষ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত এগারোটার কিছু আগে ইডি দফতর থেকে বেরোন তিনি৷ জিজ্ঞাসাবাদ শেষে সায়নী অবশ্য জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে তিনি তৈরি৷ রাতে গল্ফগ্রিনে নিজের আবাসনে ঢোকার আগেও সায়নী বলেন, ইডি একশো বার ডাকলে আমি একশো বার যাবো৷ আমি সব ধরনের সহযোগিতা করতে তৈরি৷ তদন্তকারী অফিসাররা যা জানতে চেয়েছেন বলেছি, ভবিষ্যতেও বলব৷
advertisement
ইডি সূত্রে খবর, শুক্রবার সায়নীকে তাঁর বিভিন্ন সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে প্রশ্ন করেছেন ইডি কর্তারা৷ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কতটা ঘনিষ্ঠতা ছিল, কুন্তলের থেকে তিনি কোনওরকমের আর্থিক সুবিধা পেয়েছেন কি না, সায়নীকে সেই প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে বলে সূত্রের খবর৷