জানা যাচ্ছে , গত ৫ জানুয়ারি হুমকির চিঠি এসে পৌঁছয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে সিএবি প্রেসিডেন্টের ৷ চিঠিতে লেখা ‘অনুষ্ঠানে যোগ দিলে মারাত্মক ক্ষতি হতে পারে’!
সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই হুমকির খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ থানায় অভিযোগ দায়েরও করেছেন ইতিমধ্যে ৷ চিঠিতে লেখা রয়েছে মেদিনীপুরের ওই অনুষ্ঠানে গেলে প্রিন্স অফ ক্যালকাটাকে মেরে ফেলা হবে ৷ বেনামি এই চিঠি পেয়ে স্বভাবতই কিছুটা ভয় পেয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷ তবে ১৯ তারিখ ওই অনুষ্ঠানে যাবেন কী না, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি ৷
advertisement
এর আগেও অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হুমকির চিঠি এসেছিল ৷ ২০০৮ সালে মেয়ে সানাকে অপহরণের হুমকির চিঠি পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷