খনি কর্তৃপক্ষকে এই অনৈতিক কাজের ব্যাপারে প্রয়োজনীয় তদন্তের আর্জি জানানো হয়েছে চিঠিতে। স্বচ্ছতা বজায় রাখতে ইসিএলের তরফে কয়লার E- auction ব্যবস্থা চালু হয়েছে। এবার অনলাইন বৈধ কয়লার কারবারেও 'তোলাবাজি'র অভিযোগে ECL এর CMD কে চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন সৌমিত্র।
আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম! চোখে ঝাঁঝ মধ্যবিত্তের! কবে কমবে দাম? জানুন সব...
advertisement
এ রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের গ্রেফতার এবং তল্লাশি চলছে জোরকদমে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ইতিমধ্যেই খনি কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিকও বর্তমানে তদন্তকারীদের জালে। ঠিক এই সময়েই বৈধ কয়লা কারবারে এবার 'তোলাবাজি'র চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।
নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ বললেন,'এই তোলাবাজির ঘটনায় শাসকদলের লোকেরাই যুক্ত। গা-জোয়ারি করে কয়লার টন প্রতি ৬০০ টাকা করে অন্যায় ভাবে তোলা আদায় করা হচ্ছে। আমি চাই খনি কর্তৃপক্ষ এ ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা যেন নেয়'।