TRENDING:

Saugata Roy on Partha Chatterjee: টাকা- অর্পিতার জন্যই পার্থ বিড়ম্বনা, অনুব্রত- মানিক নয়! বিস্ফোরক দাবি সৌগতর

Last Updated:

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যেই বীরভূমের নেতার পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের মতোই তাঁরাও দুর্নীতির দায়ে অভিযুক্ত৷ দু' জনকেই যেতে হয়েছে জেলে৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তড়িঘড়ি মন্ত্রিত্ব কেড়ে নিয়ে তাঁকে বহিষ্কার করা হলেও এখনও অনুব্রত মণ্ডল বা মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে সেরকম কোনও পদক্ষেপ নেয়নি দল৷
অর্পিতা যোগেই দলের রোষে পার্থ?
অর্পিতা যোগেই দলের রোষে পার্থ?
advertisement

পার্থ ক্ষেত্রে দল কেন এতটা বিরূপ হল, তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের প্রবীন সাংসদ সৌগত রায়৷ দমদমের সাংসদ রাখঢাক না রেখেই স্বীকার করলেন, অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠ যোগ এবং কোটি কোটি টাকা উদ্ধারের জন্যই পার্থর ক্ষেত্রে অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে৷

আরও পড়ুন: রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার 'শিশু সংসদ'! আট দফা গাইডলাইন জারি স্কুল শিক্ষা দফতরের...

advertisement

সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ পার্থ, অনুব্রত, মানিক ভট্টাচার্যের মতো দলের নেতা, মন্ত্রী, বিধায়করা দুর্নীতির দায়ে জেলে যাওয়ার ঘটনাকে স্বাভাবিক ভাবেই অস্ত্র করবে বিরোধীরা৷

শুধু তাই নয়, অনুব্রত এবং মানিকের বিরুদ্ধেও গরু পাচার এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁদের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব কড়া পদক্ষেপ করল না, সেই প্রশ্ন তুলেও শাসক দলকে অস্বস্তিতে ফেলতে চেষ্টা করবে বাম-বিজেপি-কংগ্রেস৷

advertisement

আরও পড়ুন: ৫নভেম্বর রাজ্যে নবান্নে মুখোমুখি শাহ-মমতা, থাকতে পারেন আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রী

দমদমের সাংসদকে এ দিন তা নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায়ের জবাব, 'পার্থর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনেক খোলাখুলি সামনে এসেছে৷৷ স্তূপিকৃত টাকা পাওয়া গিয়েছে৷ তাঁর সহযোগীর কাছ থেকে টাকা মিলেছে, সবাই দেখেছে৷৷ এর পরে তো দল চুপ করে বসে থাকতে পারে না৷'

advertisement

পার্থর মতো মানিক ভট্টাচার্যও তৃণমূল সাংসদের আরও দাবি, 'মানিকের বিরুদ্ধে অনেক তদন্ত করেও স্তূপিকৃত টাকা পায়নি৷ এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে বলছে৷ অনুব্রতর ক্ষেত্রেও তাই৷ প্রকাশ্যে টাকা মেলেনি৷ নথি টথি পাওয়া গিয়েছে বলছে৷ কাগজপত্র কী পেয়েছে সেটা অন্য কথা৷ এ সবই প্রমাণ সাপেক্ষ৷' সৌগত রায় বোঝাতে চেয়েছেন, মানিক এবং অনুব্রতর বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত দল কোনও ব্যবস্থা নেবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যেই বীরভূমের নেতার পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতকে বীরের সংবর্ধনা দেওয়ার জন্যও দলের নেতা, কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তিনি৷ মানিক ভট্টাচার্যও তৃণমূলের বিধায়ক৷ অনুব্রতর মতো মানিকের পাশে খোলাখুলি তৃণমূলের কোনও নেতা না দাঁড়ালেও তাঁর বিরুদ্ধেও কোনও মন্তব্য করতে শোনা যায়নি দলের নেতাদের৷ মানিকের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেয়নি দল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy on Partha Chatterjee: টাকা- অর্পিতার জন্যই পার্থ বিড়ম্বনা, অনুব্রত- মানিক নয়! বিস্ফোরক দাবি সৌগতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল