কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee on Covid 19) বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দু' মাস সবধরনের রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত৷ অভিষেকের এই মন্তব্যের পরই বিরোধীরা প্রশ্ন তোলে, তবে কেন গঙ্গাসাগর মেসার অনুমতি দেওয়া হচ্ছে অথবা পুর নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে না? এ নিয়ে শাসক দলের অবস্থান কী, তা স্পষ্ট করার জন্যও চাপ দিতে শুরু করেছে বিরোধীরা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, এই মত একান্তই তাঁর ব্যক্তিগত৷
advertisement
আরও পড়ুন: স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, অভিষেকের ডায়মন্ড হারবার 'মডেলের' প্রশংসা সর্বস্তরে
এ দিন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় দাবি করেন, অভিষেক কখনওই নির্বাচন বন্ধের কথা বলেননি৷ সৌগতবাবুর ব্যাখ্যা, 'অভিষেক নির্বাচন বন্ধ করার কথা কোথাও বলেনি৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভাবে কী করা উচিত সেটাই বলতে চেয়েছে৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার অনেক আগেই পুরসভা নির্বাচন এবং গঙ্গাসাগর মেলার ঘোষণা হয়ে গিয়েছিল৷ ফলে তা হঠাৎ করে বন্ধ করাও সম্ভব নয়৷'
আরও পড়ুন: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক
সৌগত বাবু জানিয়েছেন, দল হিসেবে তৃণমূল সমস্ত বিধিনিষেধ মেনেই পুরভোটের প্রচার সারছে৷ বিধাননগরেও দলের তরফে সর্বাধিক পাঁচ জন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন বলে দাবি করেন তৃণমূল সাংসদ৷ কয়েকদিন পর থেকে আড়াইশো জনকে নিয়ে তৃণমূল ছোট সভা করার কথাও ভাবছে বলে জানিয়েছেন সৌগত রায়৷
নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া তৎপর হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল ডায়মন্ড হারবার যেতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। ডায়মন্ড হারবার ও মহেশতলার বেশ কয়েকটি কোয়ারেনটাইন সেন্টারেও যাওয়ার কথা তার।