TRENDING:

Abhishek Banerjee: 'নির্বাচন বন্ধের কথা বলেননি অভিষেক', বিতর্কে ইতি টানতে দাবি সৌগতর

Last Updated:

কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee on Covid 19) বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দু' মাস সবধরনের রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্বাচন বন্ধ করার কথা বলেননি৷ বরং তিনি যা বলেছেন তা দলের প্রত্যেকেই নীতিগত ভাবে সমর্থন করেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে এমনই দাবি করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়৷
অভিষেকের মন্তব্যের ব্যাখ্যা দিলেন সৌগত৷
অভিষেকের মন্তব্যের ব্যাখ্যা দিলেন সৌগত৷
advertisement

কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee on Covid 19) বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দু' মাস সবধরনের রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত৷ অভিষেকের এই মন্তব্যের পরই বিরোধীরা প্রশ্ন তোলে, তবে কেন গঙ্গাসাগর মেসার অনুমতি দেওয়া হচ্ছে অথবা পুর নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে না? এ নিয়ে শাসক দলের অবস্থান কী, তা স্পষ্ট করার জন্যও চাপ দিতে শুরু করেছে বিরোধীরা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, এই মত একান্তই তাঁর ব্যক্তিগত৷

advertisement

আরও পড়ুন: স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, অভিষেকের ডায়মন্ড হারবার 'মডেলের' প্রশংসা সর্বস্তরে

এ দিন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় দাবি করেন, অভিষেক কখনওই নির্বাচন বন্ধের কথা বলেননি৷ সৌগতবাবুর ব্যাখ্যা, 'অভিষেক নির্বাচন বন্ধ করার কথা কোথাও বলেনি৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভাবে কী করা উচিত সেটাই বলতে চেয়েছে৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার অনেক আগেই পুরসভা নির্বাচন এবং গঙ্গাসাগর মেলার ঘোষণা হয়ে গিয়েছিল৷ ফলে তা হঠাৎ করে বন্ধ করাও সম্ভব নয়৷'

advertisement

আরও পড়ুন: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক

সৌগত বাবু জানিয়েছেন, দল হিসেবে তৃণমূল সমস্ত বিধিনিষেধ মেনেই পুরভোটের প্রচার সারছে৷ বিধাননগরেও দলের তরফে সর্বাধিক পাঁচ জন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন বলে দাবি করেন তৃণমূল সাংসদ৷ কয়েকদিন পর থেকে আড়াইশো জনকে নিয়ে তৃণমূল ছোট সভা করার কথাও ভাবছে বলে জানিয়েছেন সৌগত রায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া তৎপর হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল ডায়মন্ড হারবার যেতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। ডায়মন্ড হারবার ও মহেশতলার বেশ কয়েকটি কোয়ারেনটাইন সেন্টারেও যাওয়ার কথা তার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'নির্বাচন বন্ধের কথা বলেননি অভিষেক', বিতর্কে ইতি টানতে দাবি সৌগতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল