কে এই সত্যেন্দ্র চৌধুরী? মৃত ছাত্র অতনু দে-র পরিবারের তরফে অভিযোগ, পুরো ষড়যন্ত্রের মূল পান্ডা সত্যেন্দ্র। অভিযোগ, এই সত্যেন্দ্রই ২২ আগস্ট দুই পড়ুয়াকে মোটর বাইক কেনানোর নাম করে নিয়ে যায় এবং অতনু দে এবং অভিষেক নস্করকে শ্বাস রোধ করে খুন করে। কিন্তু পুরো ঘটনা এখন পুলিশের কাছে পরিষ্কার হওয়ার পরেও বহুদিন পুলিশ নাগাল পায়নি খুনের মাস্টার মাইন্ডের৷ সেই নিয়েই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছিলেন।
advertisement
আরও পড়ুন: 'দিদি পাশে আছে, এটাই এনাফ', বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে
অবশেষে শুক্রবার পুলিশের জালে সত্যেন্দ্র৷ ফোনে টাকা পেলেই ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটে আজই এই রাজ্যের বাইরে যাবার পরিকল্পনা ছিল৷ সে সব আর হল না৷ বাগুইআটি কাণ্ড নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে৷ রাজ্য পুলিশের ঢিলেমি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বারংবার৷ পুলিশি তদন্তে ঢিলেমির অভিযোগও তুলেছেন অনেকে৷ তারপরেই শুরু জোরকদমে তল্লাশি৷ জোড়া খুনের ২ সপ্তাহ পরে গ্রেফতার হল মূল পান্ডা৷