মানুষ পাচারে পশ্চিমবঙ্গ শীর্ষেই, টেক্কা দিতে পারছে না কোনও রাজ্য!
নারী ও শিশু পাচার বাড়ছে গোটা দেশেই। তবে বাংলাকে টেক্কা দিতে পারছে না কোনও রাজ্য! দেশের মধ্যে মানুষ পাচারে আবার শীর্ষ স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ! ২০১৬-র ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান এই তথ্যই দিচ্ছে। ২৯ মার্চ কংগ্রেস সাংসদ মতিলাল ভোরার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যসভায় এই মর্মে রিপোর্ট পেশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ থেকে ৩৫৭৯ জনকে পাচার করা হয়েছে।
advertisement
জ্বলছে রাঢ়বঙ্গ, বাঁচোয়া শহরের, তাপপ্রবাহ মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায়
কোথাও বসন্তের বাতাস, কোথাও আগুন ঝরছে। যে দখিনা বাতাস শান্তি দিচ্ছে কলকাতাকে, সে-ই আবার বর্ধমান-বাঁকুড়া-পুরুলিয়ায় তাপপ্রবাহের অন্যতম কারণ। তাপপ্রবাহ চলছে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায়। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের গরম বাতাস ঢোকায় তাপপ্রবাহের কবলে ঝাড়খণ্ডের সব শহর। ৫০ বছরে মার্চের তাপমাত্রায় রেকর্ড গড়েছে জামশেদপুর। বিপজ্জনক ভাবে বেড়েছে অতিবেগুনি রশ্মির বিকিরণও। খুব প্রয়োজন না হলে ঘরবন্দি থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
বাংলার জমি ধরে রাখার কাজেই এ বার মন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
জাতীয় রাজনীতিতে মাথা তোলার পরিকল্পনা আপাতত ঠান্ডা ঘরে। উত্তরপ্রদেশে ভোটের পরে বাংলার জমি ধরে রাখার কাজেই মন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে গেরুয়া ঝড় এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে নারদ-অস্বস্তির পর আজ, শনিবার দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকে দলীয় নেতাদের তিনি পাখি পড়ানোর মতো বোঝানোর চেষ্টা করতে পারেন, সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় তাঁদের কী কী করতে হবে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ— কী কী করা যাবে না!
‘ওরা কাঁচা ডিম খায়! নরমাংসও খায় শুনেছি, ওরা সব করতে পারে’
নাইজেরিয়া দেশটা কোন দিকে, সে সম্পর্কে কোনও ধারণা নেই। কিন্তু গ্রেটার নয়ডার এনএসজি কম্যান্ডো এনক্লেভের বাসিন্দা অনিরুদ্ধ সিংহ একটা বিষয়ে নিশ্চিত— ‘‘ও দেশের লোকেরা অসভ্য, জংলি! ওরা ‘নরমাংস’-ও খেতে পারে! নিজেরা ড্রাগ নেয়, ড্রাগের কারবারও করে।’’ উত্তরপ্রদেশের এই পাড়াতেই স্কুলছাত্র মণীশ কুমারের মৃত্যুর পর এলাকার লোকেরা রবিবার বি-১৪ নম্বর বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়িতে পাঁচ নাইজেরীয় ছাত্র থাকতেন। তাঁদের ফ্রিজ খুলে দেখা হয়, নরমাংস রয়েছে কি না! ২০১৫-র সেপ্টেম্বরে এই এলাকা থেকে ১৩-১৪ কিলোমিটার দূরে একই ভাবে মহম্মদ আখলাখের বাড়িতেও উন্মত্ত জনতা ঢুকে পড়েছিল ফ্রিজে রাখা মাংস ‘গোমাংস’ কি না, তা যাচাই করতে! ওই পাঁচ ছাত্রের বাড়ির ফ্রিজে কিছুই মেলেনি। কিন্তু তাতে কী! অনিরুদ্ধর মতোই ওই পাড়ার অন্যরাও মনে করেন, ‘‘নাইজেরীয়রাই মণীশকে মেরে ফেলেছে।’’ কিন্তু কেন? অনিরুদ্ধর জবাব, ‘‘ওরা কাঁচা ডিম খায়! নরমাংসও খায় শুনেছি। ওরা সব করতে পারে।’’
মমতার এগিয়ে বাংলার ধাঁচে রিয়েলিটি শো করছেন মোদি
এ রাজ্যে বিনিয়োগ টানা এবং ব্যাবসায় নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আস্ত একটি রিয়েলিটি শো’য়ের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের নাম ছিল ‘এগিয়ে বাংলা’। বাংলা যে এগিয়েই, তার প্রমাণ দিচ্ছে কেন্দ্রীয় সরকারও। কারণ, এবার নরেন্দ্র মোদির সরকারও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙেই শুরু করতে চলেছে একটি রিয়েলিটি শো।
স্বল্প সঞ্চয়ে আজ থেকে কমছে সুদ
এপ্রিল থেকে জুন—চলতি বছরের এই ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ০.১ শতাংশ কমানোর কথা ঘোষণা করল অর্থ মন্ত্রক। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিপিএফ, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে আসন্ন ত্রৈমাসিক পর্বে সুদের হার ০.১ শতাশ কমানো হল। তবে সঞ্চয় প্রকল্পে সুদের হার ৪ শতাংশেই বহাল থাকছে।’
বাংলাদেশে অভিযানের জেরে দলে দলে জঙ্গি ঢুকছে এরাজ্যে
প্রথমে চট্টগ্রাম, তারপর সিলেট অল্প সময়ের মধ্যে জামাত উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিরুদ্ধে বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্যাটালিয়নের তীব্র অভিযানের জেরে দলে দলে জেএমবি জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বাতিল নোট জমা দিতে রিজার্ভ ব্যাংকে লম্বা লাইন বিদেশে থাকা ভারতীয়দের
নোট বাতিল পর্বের সময় বিদেশে থাকা ভারতীয়দের বাতিল হওয়া ৫০০ এবং এক হাজার টাকার নোট ফেরত দেওয়ার সময়সীমা শেষ হল শুক্রবার। নোট বদলের জন্য শেষ দিনে বিবাদী বাগে রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক সদর কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় হয়। সকাল থেকে লম্বা লাইন পড়ে ফুটপাতে। ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করতে হয়। ফুটপাতের ভিড় সামলানোর জন্য গার্ড রেলিং বসায় পুলিশ। বিদেশে ছিলেন না এমন অনেকেও এসেছিলেন বাতিল নোট রিজার্ভ ব্যাংকে জমা দেওয়ার আশায়। কিন্তু আশাহত হয়ে ফিরতে হয়েছে তাঁদের।
লক্ষ্য বাংলা, আসছেন বিজেপি-র ৪০ নেতা
উত্তরপ্রদেশ জয়ের পরই অমিত শাহরা জানিয়ে দিয়েছিলেন, তাঁদের পরবর্তী নিশানা পশ্চিমবঙ্গ ৷ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের হুঙ্কার এ বার চাক্ষুষ করতে চলেছে গোটা বাংলা ৷ বিজেপির ৪০ জন তাবড় নেতা-মন্ত্রী এবার ছড়িয়ে পড়বেন বাংলার জেলায় জেলায় ৷
ডিম খেতেও ভয় পাচ্ছেন রাজ্যবাসী
সূ খাবারে ভেজালের আশঙ্কা থাকে, শুধু ডিমে ছিল না ৷ এ বার সেই ডিমেও ভেজালের আশঙ্কায় কেঁপে উঠল রাজ্য ৷ শুধু ভেজাল নয়, একেবারে কৃত্রিম ‘প্লাস্টিক’ ডিম ! তিলজলার বাসিন্দা অনিতা কুমারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও পুরসভা একদিন আগেই নড়েচড়ে বসেছিল ৷
দুর্ঘটনায় সঙ্কটজনক অভিনেতা রণদীপ
বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি, অভিনেতা রণদীপ বসু ৷ বৃহস্পতিবার রাতে বাইক চালিয়ে বন্ধুর বাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে রণদীপের বাইক ৷ মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর ৷
সিন্ধু-জলে সাইনা বিসর্জন!
দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিলেন তাঁরা ৷ আর প্রত্যাশিতভাবেই দুরন্ত ম্যাচে উপহার দিলেন ভারতীয় ব্যাডমিন্টন ভক্তদের ৷ উন্ডিয়ান ওপেন সুপার সিরিজে আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন পি ভি সিন্ধু ও সাইনা নেহওয়াল ৷